স্বামীর অবৈধ প্রেমের কথা ফাঁস করল কথা বলিয়ে টিয়া !

Last Updated:

স্ত্রী অফিস চলে গেলেই শুরু হত আসল কম্মটি ৷ যা চলেছে দিনের পর দিন ৷ মাসের পর মাস ৷ কিন্তু কেউ কোনওদিন সেটা টেরও পায়নি ৷

#কুয়েত সিটি: স্ত্রী অফিস চলে গেলেই শুরু হত আসল কম্মটি ৷ যা চলেছে দিনের পর দিন ৷ মাসের পর মাস ৷ কিন্তু কেউ কোনওদিন সেটা টেরও পায়নি ৷ স্ত্রী-র যে মাঝেমধ্যে কোনও সন্দেহ হত না, সেটা নয় ৷ কিন্তু স্বামীকে হাতেনাতে ধরার মতো হাতে কিছু প্রমাণ ছিল না ৷ সেই কাজটাই এবার করল কোনও মানুষ নয়, একটি পাখি ! হ্যাঁ, স্বামীর পোষা টিয়া পাখিই শেষপর্যন্ত কাল ডেকে আনল তার মনিবের ৷ কথা বলিয়ে এই টিয়া স্ত্রী-র সামনেই গড়গড় করে বলে দিল বাড়ির পরিচারিকার সঙ্গে স্বামীর অবৈধ প্রেমের কথা !
প্রতিদিন স্ত্রী যখন অফিস চলে যেতেন ৷ তখন নিজের পরিচারিকার সঙ্গে রোম্যান্সে ব্যস্ত হয়ে পড়তেন স্বামী ৷ অবৈধ প্রেমের নানা কথোপকথন এবং দৃশ্য প্রতিদিনই দেখত ওই টিয়া ৷ শেষপর্যন্ত আসল জায়গায় পুরো ঘটনাটি ফাঁস করতে বিশেষ সময় নেয়নি পোষ্য টিয়া ৷ ঘটনাটা ঘটেছে কুয়েতে ৷ স্ত্রী এই নিয়ে মামলাও করেছেন ৷ তিনি জানিয়েছেন, স্বামীর প্রতি তাঁর অনেক আগেই সন্দেহ হয়েছিল ৷ কারণ কখনও তিনি অফিস থেকে নির্ধারিত সময়ের আগে বাড়িতে ঢুকলেই নার্ভাস হয়ে পড়তেন স্বামী ৷ যদিও টিয়া পাখির কথার উপর বিশ্বাস করেনি আদালত ৷ তাই এযাত্রায় এখনও পর্যন্ত পার পেয়ে গিয়েছেন ওই মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্বামীর অবৈধ প্রেমের কথা ফাঁস করল কথা বলিয়ে টিয়া !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement