• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ইমরানের মুখোশ খুলল 'ভুগ সে মরো', ঝড় তুলেছে অন্ধকার পাকিস্তানের গান! শুনুন

ইমরানের মুখোশ খুলল 'ভুগ সে মরো', ঝড় তুলেছে অন্ধকার পাকিস্তানের গান! শুনুন

ইমরান খান

ইমরান খান

পাকিস্তানের একটি মিউজিক ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেন? কারণ, সেই ভিডিওতে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা-সহ নানাবিধ ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তোলা হয়েছে।

 • Share this:

  #নয়াদিল্লি: পাকিস্তানের একটি মিউজিক ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেন? কারণ, সেই ভিডিওতে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা-সহ নানাবিধ ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তোলা হয়েছে।

  শিল্পী সাদ আলাভির একটি ভিডিও এই প্রসঙ্গে ব্যঙ্গ করেছে ইমরান প্রশাসনের বিরুদ্ধে। ইউটিউবে এই ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই নেটিজেনের নজর কেড়েছে সেটি। পিএম খানের সবচেয়ে প্রচলিত বক্তব্য, 'আপনারা কোনও পরিস্থিতিতেই ভয় পাবেন না'-- এই শব্দবন্ধকে একাধিক বার ব্যঙ্গাত্মক রূপে ব্যবহার করা হয়েছে।

  কয়েকদিন আগেই মনে করা হচ্ছিল হয়তো গদি থেকে সরে যেতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। কিন্তু গত শনিবারের আস্থাভোটে সহজেই জয় পেয়েছেন তিনি। ৩৪২ সদস্যের নিম্মকক্ষে ১৭৮ ভোট পান ইমরান খান। বিরোধীরা এই আস্থা ভোটে হার অনিবার্য জেনে বয়কট করেন। সেনেটে বিরোধীদের যৌথ প্রার্থীর কাছে অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখের হার হওয়ার ফলে নিজে থেকে এই আস্থা ভোট নেন ইমরান খান।

  তবে ইমরানের অপশাসনের অভিযোগ তুলে সাদ আলাভির এই ভিডিও আপাতত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

  Published by:Raima Chakraborty
  First published: