১০ কন্যা, ১ পুত্র, ৪০ জন নাতিনাতনি সত্ত্বেও নিঃসঙ্গ মধ্যবয়সি ব্যক্তি বিয়ে করলেন পঞ্চমবার, পাত্রী খুঁজলেন মেয়েরাই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral : আগের পক্ষের মেয়েরাই পাত্রী যোগাড় করলেন বাবার জন্য৷ যাতে বাবা আর নিঃসঙ্গ বোধ না করেন
৫৬ বছর বয়সে পৌঁছে পঞ্চম বার বিয়ে করেছেন পাকিস্তানের শওকত আলি৷ তার আগের পক্ষের বিয়ে থেকে ইতিমধ্যেই ১০ জন কন্যা এবং ১ পুত্র নিয়ে ভরা সংসার৷ আছে ৪০ জন নাতিনাতনিও৷ ১০ কন্যার মধ্যে ৮ জনের বিয়ের পর এখন তাঁদের ঠিকানা শ্বশুরবাড়িতে৷ ফলে একাকিত্বে ভোগেন মধ্যবয়সি শওকত৷ তাই আগের পক্ষের মেয়েরাই পাত্রী যোগাড় করলেন বাবার জন্য৷ যাতে বাবা আর নিঃসঙ্গ বোধ না করেন৷
পঞ্চম বার বিয়ের পাত্র হওয়া শওকতের কথা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসির শামির কল্যাণে৷ ইউটিউবার ইয়াসিরকে জানিয়েছেন শওকত, যে তাঁর আগের পক্ষের স্ত্রীরা মারা গিয়েছেন৷ ফলে বিবাহিত জীবনে ইতি পড়েছে৷ সমস্যা দূর করতে উদ্যোগী মেয়েরাই৷ অষ্টম মেয়ের বিয়ের দিনই নতুন করে বিবাহিত বন্ধনে আবদ্ধ হলেন শওকত৷ বাবার জন্য যোগ্য পাত্রী খুঁজে আনলেন মেয়েরাই৷
advertisement
advertisement
আরও পড়ুন : সন্ধ্যা হলেই লাইট অ্যান্ড সাউন্ড শো, সিডনি অপেরার মতো সেজে উঠছে হাওড়া ব্রিজ
কিন্তু বিয়ের জন্য বয়স কি বেশি হয়ে গেল না? সে সম্ভাবনা নস্যাৎ করে শওকতের দাবি, তিনি হৃদয়ের দিক থেকে চিরতরুণ৷ তাঁর নবতম স্ত্রীও জানিয়েছেন এই বিয়েতে তিনি খুশি৷ বড় সংসারের কর্ত্রী হতে হবে জেনেই বিয়ে করেছেন তিনি৷ প্রসঙ্গত গত বছরই পঞ্চম বিয়ে করেছেন শওকত৷ তার পর এখনও নেটদুনিয়ায় ভাইরাল তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 4:53 PM IST