সন্ধ্যা হলেই লাইট অ্যান্ড সাউন্ড শো, সিডনি অপেরার মতো সেজে উঠছে হাওড়া ব্রিজ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Howrah Bridge : ফের নতুন আলোকোজ্জ্বল চেহারায় দেখা যাবে হাওড়া ব্রিজকে।
কলকাতা : সন্ধ্যা নামলেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। সঙ্গে 'অদৃশ্য স্ক্রিনে' ফুটে উঠবে কলকাতার ইতিহাস! সিডনির অপেরার আদলে এবার সেজে উঠতে চলেছে হাওড়া ব্রিজ। কলকাতা বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। খরচ হবে ৩৫ কোটি টাকা।
আর এই আলোর বদলের সঙ্গে হাওড়া ব্রিজের আলো নিয়ে পরীক্ষার আর এক ইতিহাস তৈরি হয়ে যাবে। ২০২০ সালের জানুয়ারি মাসে, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে হাওড়া সেতুতে নতুন আলোকসজ্জা করা হয়েছিল। যে আলোকসজ্জা বিভিন্ন উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাসিত হয়ে ওঠে এখনও। বন্দরের হেরিটেজ পরামর্শদাতা গৌতম চক্রবর্তী জানিয়েছেন , " গত আড়াই বছর হাওড়া সেতুতে চালু হওয়া সেই আলোকসজ্জায় ৬৫০টি এলইডি আলোর পয়েন্ট রয়েছে। নতুন প্রযুক্তি এক কোটি ৬০ লক্ষ রং-মিশ্রণে যা জ্বলে উঠতে সক্ষম। এবং এক সেকেন্ডেরও কম সময়ে রং বদল করতে পারে। সেই সঙ্গে বর্তমান আলো পরিবেশবান্ধব, তার রক্ষণাবেক্ষণের খরচও কম। যে আন্তর্জাতিক সংস্থা হাওড়া সেতুতে বর্তমান আলোর পরিকল্পনা বাস্তবায়িত করেছে, তারা আমেরিকার টেক্সাসের ‘কর্পাস ক্রিস্টি হার্বার ব্রিজ’, সান ফ্রান্সিসকোর ‘অকল্যান্ড বে ব্রিজ’-সহ বিশ্বের একাধিক জায়গায় আলোর প্রকল্প রূপায়ণ করেছে।"
advertisement
আরও পড়ুন : উৎসবের মরশুমে লাগামছাড়া উত্তরবঙ্গে যাওয়ার বাসের ভাড়া !
advertisement
বন্দরের ইতিহাস বলছে, ২০০৬ সালে প্রথম বারের জন্য চিরাচরিত আলোর পথ ছেড়ে সোডিয়াম ভেপার আলোয় সেজে উঠেছিল হাওড়া সেতু। পাল্টে গিয়েছিল রাতের কলকাতা। সেই আলোর কারসাজির নেপথ্যে ছিলেন ‘আলোর জাদুকর’, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকসম্পাতশিল্পী তাপস সেন।তাপসবাবু মারা গিয়েছিলেন ২০০৬ সালেই। তাঁর ছেলে জয় মারা যান তার আট বছর পরে, ২০১৪ সালে। তিনিও হাওড়া সেতুর আলো নিয়ে আধুনিকতার কাজ করেছেন।
advertisement
আরও পড়ুন : অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী! চার্জশিটে বোমা ফাটালো সিবিআই
বাবা নেই, ছেলেও চলে গিয়েছেন। কিন্তু যা রয়ে গিয়েছে, তা হল আলোর উত্তরাধিকার। এবং সেই উত্তরাধিকার বহন করা ৮০ বছরের হাওড়া সেতু!নয়া পরিকল্পনায় স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো বিশেষ দিনে নয়, প্রতিদিনই সন্ধ্যার পর লাইট অ্যান্ড সাউন্ড শো হবে হাওড়া ব্রিজে। ব্রিজের ঠিক মাঝে এমনভাবে এলইডি স্ক্রিন বসানো হবে, যাতে দিনের বেলা বিশেষ বোঝা না যায় । ফলে দিনে এই স্ক্রিনের কারণে হাওড়া ব্রিজের রূপও বদলে যাবে না। সন্ধ্যার পর এই 'অদৃশ্য স্ক্রিনে' লাইট অ্যান্ড সাউন্ড শো-এ ফুটে উঠবে কলকাতার ইতিহাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 9:03 AM IST