Satabdi Roy made witness against Anubrata Mondal: অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী! চার্জশিটে বোমা ফাটালো সিবিআই

Last Updated:

অনুব্রতর বিরুদ্ধে সিবিআই শতাব্দীকে সাক্ষী করায় স্বভাবতই তা তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷

অনুব্রত মামলায় সাক্ষী শতাব্দী৷
অনুব্রত মামলায় সাক্ষী শতাব্দী৷
#কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটে বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে সাক্ষী হিসেবে উল্লেখ করল সিবিআই৷ চার্জশিটে মোট ৯৫ জন সাক্ষীর নাম এবং বয়ানের উল্লেখ করেছে সিবিআই৷ সেই তালিকায় ৪৬ নম্বরে রয়েছে বীরভূমের সাংসদের নাম৷ গত ২৮ সেপ্টেম্বর শতাব্দীর বয়ান রেকর্ড করেছিল সিবিআই৷
সিবিআই-এর পক্ষ থেকে চার্জশিটে দাবি করা হয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের দু'টি মোবাইল ফোনের কল রেকর্ড ডিটেলস থেকে শতাব্দী রায়ের মোবাইল নম্বর পাওয়া যায়৷ কেন তিনি সায়গলকে ফোন করেছিলেন, তা শতাব্দীর কাছে জানতে চান সিবিআই আধিকারিকরা৷
advertisement
advertisement
চার্জশিটে সিবিআই দাবি করেছে, শতাব্দী রায় তদন্তকারীদের জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলার জন্যই তিনি সায়গলকে ফোন করেছিলেন৷ সিবিআই কর্তাদের দাবি, অনুব্রতর সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম যে সায়গলই ছিলেন, শতাব্দীর বয়ানেই তা প্রমাণিত৷ শতাব্দীর থেকে এই মামলা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলেও সিবিআই সূত্রে খবর৷
শতাব্দী রায় নিজে অবশ্য দাবি করেছেন, 'যে নম্বর থেকে আমি ফোন করেছি বলে দাবি করা হচ্ছে সেই ফোনটা বীরভূমে আমার ব্যক্তিগত সচিবের কাছে থাকে৷ আমাকে জিজ্ঞেস করেছিল আপনি ফোন করেছেন? আমি বলেছি হ্যাঁ৷ যদি এক সেকেন্ড, দু' সেকেন্ড, তিন সেকেন্ডের জন্য কথা বলেও থাকি তাহলে কি বিরাট অপরাধ হয়েছে নাকি? উনি দলের জেলা সভাপতি আর আমি সাংসদ, কথা তো হতেই পারে৷ এর সঙ্গে গরুর কী সম্পর্ক?'
advertisement
অনুব্রতর বিরুদ্ধে সিবিআই শতাব্দীকে সাক্ষী করায় স্বভাবতই তা তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'এমন নয় যে শতাব্দী কোনও নির্দিষ্ট অভিযোগ করেছেন৷ উনি বীরভূমের সাংসদ৷ অনুব্রত মণ্ডল তৃণমূলের জেলা সভাপতি৷ ফলে কোনও প্রয়োজনে শতাব্দীর সচিব অনুব্রতকে ফোন করতেই পারেন৷ এ বিষয়ে আমার সঙ্গে শতাব্দীর কথাও হয়েছে৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Satabdi Roy made witness against Anubrata Mondal: অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী! চার্জশিটে বোমা ফাটালো সিবিআই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement