ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে

Last Updated:

Cowdung cake instead of wrist watch : নীলম জানিয়েছেন গত ২৮ সেপ্টেম্বর ঘড়ি অর্ডার করার পর ৭ অক্টোবর তাঁর কাছে ফ্লিপকার্ট জিনিসটি পাঠায়

দুঃসহ এই অভিজ্ঞতার শিকার উত্তরপ্রদেশের এক মহিলা
দুঃসহ এই অভিজ্ঞতার শিকার উত্তরপ্রদেশের এক মহিলা
ভাইয়ের জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলেন ঘড়ি৷ কিন্তু বাড়িতে এল ঘুঁটে৷ দুঃসহ এই অভিজ্ঞতার শিকার উত্তরপ্রদেশের এক মহিলা৷ তাঁর অভিযোগ, ফ্লিপকার্টে ঘড়ি অর্ডার করে তিনি ঘুঁটে পেয়েছেন৷
অনলাইনে ঘুঁটে পৌঁছেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী এলাকার কাসেন্দা গ্রামের বাসিন্দা নীলম যাদবের বাড়িতে৷ নীলম জানিয়েছেন অনলাইন অ্যাপে শপিং ফেস্টিভ্যাল চলছিল৷ সেখানেই নীলম তাঁর ভাই রবেন্দ্রর জন্য ঘড়ি অর্ডার করেন৷
নীলম জানিয়েছেন গত ২৮ সেপ্টেম্বর ঘড়ি অর্ডার করার পর ৭ অক্টোবর তাঁর কাছে ফ্লিপকার্ট জিনিসটি পাঠায়৷ তিনিও ক্যাশ অন ডেলিভারিতে ১৩০৪ টাকা দিয়ে দেন৷ সে দিনই পরে তাঁর ভাই রবেন্দ্র দিদির দেওয়া উপহারের মোড়ক খোলেন৷ এর পরই তিনি বিস্ময়ে হতবাক৷ উপহারের বাক্সে ঘড়ির বদলে আছে চারটে ছোট ছোট ঘুঁটে!
advertisement
advertisement
আরও পড়ুন :  ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
ঘড়ির বদলে ঘুঁটে পেয়ে রবেন্দ্রও ছেড়ে দেওয়ার পাত্র নন৷ তিনি সোজা ফোন করেন ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে৷ তাঁকে ধাওয়া করে রবেন্দ্র পৌঁছন চেইল শহরে৷ তিনি জানিয়েছেন ভুল স্বীকার করে তাঁদের কাছ থেকে ঘুঁটে ফিরিয়ে নিয়েছেন ডেলিভারি বয়৷ ফিরিয়ে দিয়েছেন ঘড়ির টাকাও৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement