ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে

Last Updated:

Cowdung cake instead of wrist watch : নীলম জানিয়েছেন গত ২৮ সেপ্টেম্বর ঘড়ি অর্ডার করার পর ৭ অক্টোবর তাঁর কাছে ফ্লিপকার্ট জিনিসটি পাঠায়

দুঃসহ এই অভিজ্ঞতার শিকার উত্তরপ্রদেশের এক মহিলা
দুঃসহ এই অভিজ্ঞতার শিকার উত্তরপ্রদেশের এক মহিলা
ভাইয়ের জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলেন ঘড়ি৷ কিন্তু বাড়িতে এল ঘুঁটে৷ দুঃসহ এই অভিজ্ঞতার শিকার উত্তরপ্রদেশের এক মহিলা৷ তাঁর অভিযোগ, ফ্লিপকার্টে ঘড়ি অর্ডার করে তিনি ঘুঁটে পেয়েছেন৷
অনলাইনে ঘুঁটে পৌঁছেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী এলাকার কাসেন্দা গ্রামের বাসিন্দা নীলম যাদবের বাড়িতে৷ নীলম জানিয়েছেন অনলাইন অ্যাপে শপিং ফেস্টিভ্যাল চলছিল৷ সেখানেই নীলম তাঁর ভাই রবেন্দ্রর জন্য ঘড়ি অর্ডার করেন৷
নীলম জানিয়েছেন গত ২৮ সেপ্টেম্বর ঘড়ি অর্ডার করার পর ৭ অক্টোবর তাঁর কাছে ফ্লিপকার্ট জিনিসটি পাঠায়৷ তিনিও ক্যাশ অন ডেলিভারিতে ১৩০৪ টাকা দিয়ে দেন৷ সে দিনই পরে তাঁর ভাই রবেন্দ্র দিদির দেওয়া উপহারের মোড়ক খোলেন৷ এর পরই তিনি বিস্ময়ে হতবাক৷ উপহারের বাক্সে ঘড়ির বদলে আছে চারটে ছোট ছোট ঘুঁটে!
advertisement
advertisement
আরও পড়ুন :  ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
ঘড়ির বদলে ঘুঁটে পেয়ে রবেন্দ্রও ছেড়ে দেওয়ার পাত্র নন৷ তিনি সোজা ফোন করেন ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে৷ তাঁকে ধাওয়া করে রবেন্দ্র পৌঁছন চেইল শহরে৷ তিনি জানিয়েছেন ভুল স্বীকার করে তাঁদের কাছ থেকে ঘুঁটে ফিরিয়ে নিয়েছেন ডেলিভারি বয়৷ ফিরিয়ে দিয়েছেন ঘড়ির টাকাও৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement