Pakistan Train Hijack: পাকিস্তানে হাইজ্যাক আস্ত একটা ট্রেন! জঙ্গিদের হাতে আটকে ৪০০ যাত্রীর প্রাণ, চরম আতঙ্ক

Last Updated:

Train Hijack in Pakistan: মঙ্গলবারের এই ঘটনায় ট্রেনের একজন চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ পাক রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কেটা থেকে পেশাওয়ারগামী একটি ট্রেন হামলাটি হয়েছে৷ উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন৷

News18
News18
পাকিস্তান: পাকিস্তানের বালুচিস্তানে একটা গোটা ট্রেন হাইজ্যাক করে নিল সেদেশের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার পেশাওয়ারগামী একটি ট্রেনকে হাইজ্যাক করে নেয় জঙ্গিরা৷ ট্রেনটিতে কমপক্ষে ৪০০ যাত্রী রয়েছে বলে জানা গিয়েছে৷ মৃত্যু হয়েছে অন্তত ৬ জন পাকসেনা কর্মীর৷
ঘটনার দায় স্বীকার করেছে বালুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)৷ একটি বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে তারা গোটা ট্রেনটাকেই দখল করে নিয়েছে৷ ট্রেনে থাকা নিরাপত্তাকর্মীরাও তাঁদের কবজায়৷ ৬ জনকে তারা ইতিমধ্যেই মেরে ফেলেছে৷
আরও পড়ুন : নেপালের শেষ রাজা…এখন তার কত টাকা? জানেন কীভাবে কাটে তাঁর দিন? রাজ পরিবারের সেই অজানা ইতিহাস
ওই জঙ্গি গোষ্ঠী তাদের বিবৃতিতে লিখেছে, ‘‘আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা সুনিপুণভাবে সম্পূর্ণ করেছে বালোচ লিবারেশন আর্মির মুক্তিযোদ্ধারা৷ উড়িয়ে দেওয়া হয়েছে মাশকাফ, দাহদর, বোলানে রেলওয়ে ট্র্যাক৷ জফফর এক্সপ্রেস মাঝপথে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছে৷ আমাদের যোদ্ধারা অত্যন্ত সহজে গোটা ট্রেনের দখল নিয়ে নিয়েছে৷ ট্রেনের সব যাত্রীই এখন আমাদের বন্দি৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : মেশিন এনে চলল ক্যাশের গুনতি! পেন ড্রাইভে লুকনো ফাইল…ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ ইডির
মঙ্গলবারের এই ঘটনায় ট্রেনের একজন চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ পাক রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কেটা থেকে পেশাওয়ারগামী একটি ট্রেন হামলাটি হয়েছে৷ উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Train Hijack: পাকিস্তানে হাইজ্যাক আস্ত একটা ট্রেন! জঙ্গিদের হাতে আটকে ৪০০ যাত্রীর প্রাণ, চরম আতঙ্ক
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement