Bhupesh Baghel ED Raid: মেশিন এনে চলল ক্যাশের গুনতি! পেন ড্রাইভে লুকনো ফাইল...ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ ইডির

Last Updated:

বাঘেলের বাড়িতে ইডি তল্লাশির খবর জানিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেন সে রাজ্যের বিজেপি নেতৃত্ব৷ ভূপেশের অবশ্য দাবি, পঞ্জাবে কংগ্রেসকে আটকাতেই এই ইডি’কে ‘ব্যবহার’ করেছে বিজেপি৷

News18
News18
ছত্তিশগড়: মহাদেব বেটিং স্ক্যাম৷ যে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার বড়সড় দাম দিতে হয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা ভুপেশ বাঘেলকে৷ হারাতে হয়েছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কুর্সি৷ কংগ্রেসের ছত্তিশগড় খুব সহজেই দখল করে নিতে পেরেছিল বিজেপি৷ ছত্তিশগড়ের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এবার ফের পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)৷ শুধু তাই নয়, পুরোদমে তল্লাশি চলল তাঁর পুত্র চৈতন্য বাঘেলের বাড়িতেও৷ যদিও গোটা বিষয়টিকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন বাঘেল৷
ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলের বাড়ির একটি অংশেই থাকেন তাঁর ছেলে চৈতন্য৷ গত সোমবার সেখানেই দীর্ঘক্ষণ চলে ইডি-র রেড৷ একটি লিকার স্ক্যাম মামলায় টাকা লেনদেনের অভিযোগেই এদিনের তল্লাশি চলেছে বলে জানা গিয়েছে৷ সোমবারের তল্লাশির পরে, আজ, মঙ্গলবার চৈতন্যকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে ইডি সূত্রের খবর৷
advertisement
advertisement
শুধু ভূপেশ বাঘেলের বাড়িই নয়, তাঁর ছেলে চৈতন্য ঘনিষ্ঠলক্ষ্মী নারায়ণ বনশল, ওরফে পপ্পু বনশলের বাড়ি সহ নিকটবর্তী ১৪টি জায়গায় এদিন ইডির তল্লাশি চলেছিল৷ সকাল ৭টা থেকে তল্লাশি শুরু হওয়৷র পরে প্রায় সন্ধে পর্যন্ত গড়ায় সেই তল্লাশি পর্ব৷ অন্যদিকে, এদিন তল্লাশি শেষে বেরনো মাত্র ইডি’র গাড়ির উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ ছোঁড়া হয় ইট পাটকেল৷ ঘটনার নিন্দা করে বিজেপি৷
advertisement
এদিন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি টাকা গোনার মেশিনও নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে৷ তল্লাশিতে ইডি বাজেয়াপ্ত করেছে ৩৩ লক্ষ টাকা এবং একটি পেন ড্রাইভ৷
advertisement
বাঘেলের বাড়িতে ইডি তল্লাশির খবর জানিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট করেন সে রাজ্যের বিজেপি নেতৃত্ব৷ ভূপেশের অবশ্য দাবি, পঞ্জাবে কংগ্রেসকে আটকাতেই এই ইডি’কে ‘ব্যবহার’ করেছে বিজেপি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bhupesh Baghel ED Raid: মেশিন এনে চলল ক্যাশের গুনতি! পেন ড্রাইভে লুকনো ফাইল...ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ ইডির
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement