Fake Madicine: দেদার জাল হচ্ছিল ব্লাড প্রেশারের ওষুধ! তাও আবার খাস হাওড়ায়, QR Code Scan না করলেই ঘনাবে বিপদ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
বিষয়টি রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষ, বেসরকারি হাসপাতালগুলিকে৷ নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন, এই ওষুধটি হাসপাতালের স্টোরে আসার পর, সেটির কিউ আর কোড স্ক্যান করে নেন, ওষুধটি আসল প্রমাণ পাওয়ার পরে তবেই যেন তা জনসাধারণকে দেওয়া হয়।
কলকাতা: ব্লাড প্রেশারের ওষুধ, যা কি না এখন ঘরে ঘরে মানুষ খান৷ সেই ওষুধও বেমালুম জাল হচ্ছে! অর্থাৎ, দাম দিয়ে যে ওষুধটা আপনি বাজার থেকে কিনে আনছেন, নিশ্চয়তা নেই সেটা আসল না নকল৷ সেই ওষুধ খেলে সত্যি সত্যিই আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে কি না৷ এই যেমন খাস হাওড়াতেই খোঁজ মিলল এমন জাল ওষুধের৷ আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সি থেকে উদ্ধার হয়েছে ব্লাড প্রেশারের জাল ওষুধ৷ ওষুধের নাম টেলমা এএম ৪০৷ সম্প্রতি রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটকে তা জানানোও হয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে৷
কিছুদিন আগেই টেলমা এএম ৪০ ওষুধ সম্পর্কে প্রস্তুতকারী সংস্থাকে চিঠি লিখে কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল৷ তার মধ্যে ছিল কোন কোন অংশে মূল ওষুধের নকল করা হয়েছে বলে তাঁরা জানেন৷ তারপরেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটকে জানানো হয়েছে, ব্লাড প্রেশারের যে ওষুধ জাল করা হয়েছে তার ব্যাচ নম্বর, 05240367, এই ব্যাচ নম্বরের সঙ্গে অরিজিনাল ওষুধের ব্যাচ নম্বরের সম্পূর্ণ মিল রয়েছে। অর্থাৎ, ব্যাচ নম্বরই জাল করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: মিলছে না মজুরি, মাদারিহাটের সাত চা বাগান নিয়ে শ্রমমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল বিধায়ক
সেই কিউআর কোড স্ক্যান করলে দেখাবে ‘Could not verified’। ওষুধের গায়ে থাকা অ্যালমুনিয়ামের ফয়েলে যে নাম লেখা রয়েছে, সেখানেও বানান ভুল রয়েছে ওষুধের৷ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী, ওষুধটি গুণগত মানে উত্তীর্ণ নয়৷
advertisement
advertisement
তারপরেই বিষয়টি রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষ, বেসরকারি হাসপাতালগুলিকে৷ নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন, এই ওষুধটি হাসপাতালের স্টোরে আসার পর, সেটির কিউ আর কোড স্ক্যান করে নেন, ওষুধটি আসল প্রমাণ পাওয়ার পরে তবেই যেন তা জনসাধারণকে দেওয়া হয়।
এর পাশাপাশি, হোলসেল ও রিটেল চেন যারা এই ওষুধগুলি মানুষকে বিক্রি করে থাকেন, তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড ক্যান করে তবেই বিক্রি করা হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
March 11, 2025 10:17 AM IST