Pakistan PM Shehbaz Sharif: ‘কাপুরুষের মতো হামলা ভারতের, যোগ্য জবাব দেব...’, হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pakistan PM says India’s Cowardly Strikes Will Not Go Unanswered: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা আঘাত হানার পরেই পাল্টা হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
ইসলামাবাদ: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব দিল ভারত ৷ মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা ৷ পাকিস্তানের তরফেও এই হামলার কথা জানানো হয়েছে ৷ তবে এই হামলায় পাকিস্তান জানিয়েছে যে ভারত এদিন মোট ৫টি জায়গায় হামলা চালায় ৷ এবং মোট ৮ জনের মৃত্যু হয়েছে এই মিসাইল হামলায় ৷ পাকিস্তানের দাবি ভারত সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়েছে ৷ একাধিক মহিলা এবং শিশুর মৃত্যুও এই হামলায় ঘটেছে ৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) এক্স হ্যান্ডলে জানিয়েছেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে ভারত। তিনি বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে কঠিন জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেভাবেই জবাব দেওয়া হচ্ছে। শেহবাজ শরিফ আরও বলেন, শত্রুদের মোকাবিলায় ‘পুরো জাতি’ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সংহতি জানাচ্ছে। এদিকে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সভা আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
শেহবাজ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘পাকিস্তানের পাঁচটা এলাকায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রু। ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু হয়েছে।’’
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
The treacherous enemy has launched a cowardly attack on five locations within Pakistan. This heinous act of aggression will not go unpunished.
Pakistan reserves the absolute right to respond decisively to this unprovoked Indian attack — a…— Shehbaz Sharif (@CMShehbaz) May 6, 2025
advertisement

পাক আইএসপিআর ডিজি বুধবার ভোরের সাংবাদিক বৈঠকে বলেন, “বহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে শুভান মসজিদে হামলা চালানো হয়েছে। এখানে চারটি স্ট্রাইকে পাঁচ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন বছরের শিশুও আছে। এ ছাড়া এখানে ৩১ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা।” তিনি আরও বলেন, “মুজাফফরাবাদে বিলাল মসজিদকে নিশানা করা হয়েছে। সাতটি হামলায় এখানে এক জন আহত এবং মসজিদটি ধ্বংস হয়েছে।” মুরিদকেতে উমালকুরা মসজিদে চারটি হামলা হয়েছে। এক জনের মৃত্যু হয়েছে , এক জন জখম হয়েছেন।শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে দু’টি হামলা হয়েছে। এখানে হতাহতের কোনও খবর নেই। এছাড়া শাকারগড়ের কাছেও দু’টি হামলা হয়েছে। হতাহতের খবর নেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:55 AM IST