Leaked Video: পাকিস্তানের সুন্দরী বিধায়কের অশ্লীল ভিডিও লিক হতেই Viral Video , তারপর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তিনি অভিযোগ করেন বেশ কিছুদিন ধরেই একটি অশ্লীল ভিডিও (Leaked Video) ভাইরাল (Viral Video) হচ্ছে৷ এতে যে মহিলাকে দেখা যাচ্ছে তাঁকে তাঁর মতোই দেখতে৷
#ইসলামাবাদ: পাকিস্তানে (Pakistan) সাইবার ক্রাইমের (Cyber Crime) এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে৷ পাকিস্তানের পঞ্জাব প্রান্তের (Punjab Province) এক মহিলা বিধায়ক এবং তাঁর বয়ফ্রেন্ডের এক অশ্লীল ভিডিও (Objectionable Video) ভাইরাল (Viral Video) হয়েছে৷ তাঁর নাম সানিয়া আশিক (Sania Ashiq)৷ তিনি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (PML-N) দলের সদস্য৷ তিনি পঞ্জাব প্রদেশের তক্ষশিলা বিধানসভা কেন্দ্রের মেম্বার অফ প্রভিন্সিয়াল৷
সানিয়া আশিক (Sania Ashiq) পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সদস্য, তিনি ২৬ অক্টোবর সরকার ও কেন্দ্র সরকারি তদন্তকারী সংস্থার কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন৷ দীর্ঘ সময় সকলেই এই জঘন্য ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন৷ অবশেষে লম্বা তদন্তের পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে নেন৷ কিন্তু এই বিষয়ে এখনও তারা কোনও বিবৃতি জারি করেনি৷ সানিয়া - নওয়াজ শরিফের মেয়ে মারিয়ম নওয়াজের খুবই ঘনিষ্ঠ বলে সূত্রের খবর৷ তিনি পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানকে একাধিক ইস্যুতে প্রশ্নের সামনে দাঁড় করান এবং খুবই অ্যাকটিভ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷
advertisement
আরও পড়ুন - Ind vs NZ: দ্রাবিড় সামনে মুখ ফেরাতেই Mohammed Sirajকে চড় মারলেন Rohit Sharma! Viral Video
পুরো ঘটনাটি কী?
২৬ অক্টোবর সানিয়া আশিক ফেডরল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে একটি অভিযোগ দায়ের করেন৷ এরপর এর একটি কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ তিনি অভিযোগ করেন বেশ কিছুদিন ধরেই একটি অশ্লীল ভিডিও (Leaked Video) ভাইরাল (Viral Video) হচ্ছে৷ এতে যে মহিলাকে দেখা যাচ্ছে তাঁকে তাঁর মতোই দেখতে৷ সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল যে ভাইরাল ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি সানিয়া আশিকই৷ বিধায়ক এই বিষয়ে অভি়যোগ দায়ের করে ইমরান খান সরকারের দ্বারস্থ হন৷
advertisement
আরও পড়ুন - Buisness: Apple Inc. ছোট ব্যবসায়ীদের জন্য বড় মওকা, লঞ্চ হয়েছে এক নতুন সাবস্ক্রিপশন সার্ভিস!
এজেন্সিদের তদন্ত চলছে
অভিযোগ দায়ের করার পর পঞ্জাব প্রান্তের পুলিশ ও FIA তদন্ত শুরু করেছে৷ তিন সপ্তাহ ধরে তদন্ত চলছে ৷ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ যদিও তদন্তকারীরা কেউই গ্রেফতার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি৷ এমনকি এও বলা হয়নি অশ্লীল ভাইরাল (Objectionable Video) ভিডিওতে (Viral Video) যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি আসলে সানিয়া আশিক কিনা৷ শুধুমাত্র এক অভি়যুক্তকে গ্রেফতার করা হয়েছে তাই জানানো হয়েছে৷
advertisement

সানিয়ার বয়ান
পাকিস্তান টুডে -কে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, ‘‘কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল করেছেন৷ এছাড়া আমার কিছু ছবিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে৷ এছাড়া আমায় হুমকি দেওয়া ফোনও এসেছে৷ ’’ এই বিষয়ে তদন্তকারী এজেন্সি জানিয়েছে, ‘‘আমরা নতুন FIR দায়ের করেছি, সানিয়া আশিককে হুমকি ফোন কল ও প্রতারণার বিষয়ে তদন্ত করা হবে৷ ’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2021 10:18 AM IST