Pakistan News: ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে! মৃত্যুমিছিল, কয়েক মাইল দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের আওয়াজ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pakistan News: ঘটনার পর অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকারীরা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
কোয়েটা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আধাসামরিক নিরাপত্তা বাহিনীর সদর দফতরের বাইরে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও শব্দ শোনা গিয়েছিল।
advertisement
ঘটনার পর অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকারীরা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। যদিও সন্দেহ করা হচ্ছে, বিদ্রোহ-পীড়িত বেলুচিস্তানে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীকে প্রায়ই লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা।
advertisement
advertisement
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখাত কাকারের মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ছিল। বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিদ্রোহের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। যেখানে নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মির মতো গোষ্ঠীগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা দাবি করছে। বিচ্ছিন্নতাবাদীরা মূলত এই অঞ্চল এবং অন্যান্য স্থানে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2025 2:45 PM IST