মাসুদ আজহার 'গ্লোবাল টেররিস্ট', রাষ্ট্রসঙ্ঘে চাইতে পারে পাকিস্তানও

Last Updated:

এমনকী গ্লোবাল টেররিস্ট তালিকায় মাসুদ আজহারের নাম ঢোকানোর ব্যাপারেও রাষ্ট্রসঙ্ঘে নিজেদের বিরোধিতা তুলে নিতে পারে ইসলামাবাদ৷

#ইসলামাবাদ: অবশেষে চাপের মুখে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হল পাকিস্তান৷ জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ ও তার প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার৷ এমনকী গ্লোবাল টেররিস্ট তালিকায় মাসুদ আজহারের নাম ঢোকানোর ব্যাপারেও রাষ্ট্রসঙ্ঘে নিজেদের বিরোধিতা তুলে নিতে পারে ইসলামাবাদ৷
পাক সরকারের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, জইশ ই মহম্মদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ খুব শীঘ্রই বড়সড় ধাক্কা খেতে চলেছে জইশ ই মহম্মদ৷ তা হলে মাসুদ আজহারের কী হবে? পাক সরকারের পরিকল্পনা, হয় গৃহবন্দি করা হবে মাসুদকে অথবা আটক করা হবে৷ গত বুধবারই মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ঢোকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন রাষ্ট্রসঙ্ঘে নতুন করে প্রস্তাব দিয়েছে৷ জইশ প্রধান যাতে বিশ্বের কোনও দেশে সফর না-করতে পারে, সেই জন্যও দাবি জানানো হয়েছে রাষ্ট্রসঙ্ঘে৷
advertisement
ইসলামাবাদ সূত্রের খবর, জঙ্গি সংগঠন জইশ-সহ সব কটি সংগঠনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিতে চলেছে পাক সরকার৷ রবিবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেন ব্রিটেনের প্রধান থেরেসা মে৷ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রীকে বলেন তিনি৷
advertisement
তবে এ ক্ষেত্রে চিনের বক্তব্য জানা যায়৷ কারণ রাষ্ট্রসঙ্ঘে মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তালিকায় ঢোকানোর প্রস্তাবে ভেটো দিয়েছিল চিন৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
মাসুদ আজহার 'গ্লোবাল টেররিস্ট', রাষ্ট্রসঙ্ঘে চাইতে পারে পাকিস্তানও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement