Pakistan Peace Message to India: বিপদ বুঝে সুর নরম পাকিস্তানের, রফা করতে চায় ইসলামাবাদ! ভারতকে কী বার্তা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী?

Last Updated:

গতকাল রাতে অতর্কিতে পাকিস্তান এবং পাক অধিকৃত ৯টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সশস্ত্র বাহিনী৷

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ৷ ছবি- রয়টার্স
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ৷ ছবি- রয়টার্স
ইসলামাবাদ: গতকাল রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় ভারতের এয়ার স্ট্রাইকের পর প্রথমে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী৷ পাক সেনার জনসংযোগ শাখা আইএসপিআর দাবি করেছিল, সময় মতো ভারতকে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে৷ নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে বিপুল পরিমাণে গোলাগুলি ছুড়তে শুরু করে পাক সেনা৷ যাতে মৃত্যু হয়েছে অন্তত দশ জন সাধারণ গ্রামবাসীর৷
যদিও কয়েক ঘণ্টা যেতে না যেতেই নিজেদের অবস্থান থেকে পিছু হঠল পাকিস্তান৷ পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়ে দিলেন, ভারত যদি আর কোনও হামলা না চালায়, তাহলে পাকিস্তানও সংযম দেখাবে৷ নতুন করে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছুড়বে না পাক সেনা৷
পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতি ভারত তৈরি করেছে৷ আমরা শুধু জবাব দিয়েছি৷ আমরা প্রথম থেকেই বলে আসছি, বিনা প্ররোচনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না৷ ভারত যদি এখন পিছু হঠে, আমরাও তাহলে সংযম দেখাবো৷ কিন্তু যতক্ষণ আমাদের উপরে আক্রমণ চলবে, আমাদের জবাব দিতেই হবে৷’
advertisement
advertisement
গতকাল রাতে অতর্কিতে পাকিস্তান এবং পাক অধিকৃত ৯টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সশস্ত্র বাহিনী৷ লস্কর ই তৈবার প্রধান দফতরও ধ্বংস করা হয়েছে বলে খবর৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চারটি জায়গা এবং পাক অধিকৃত কাশ্মীরের ৫টি জায়গাকে নিশানা করে ভারত৷ গত এপ্রিল কাশ্মীরের পহলগাঁওয়ে পর্যটকদের উপরে হওয়া জঙ্গি হামলার ঘটনার বদলা নিতেই এই প্রত্যাঘাত করে ভারত৷
advertisement
হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘বিশ্বাসঘাতক শত্রু পাকিস্তানের পাঁচটি জায়গায় কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে৷ এই ঘৃন্য আগ্রাসনের শাস্তি হবেই৷ বিনা প্ররোচনায় ভারত যে হামলা চালিয়েছে তার যোগ্য জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে৷ এর দৃঢ় জবাব আসতে চলেছে৷ গোটা দেশের মানুষের সমর্থন দেশের সশস্ত্র বাহিনীর পিছনে রয়েছে৷ আমাদের মনোবলেও চিড় ধরেনি৷ পাকিস্তানের সাহসী অফিসার এবং সৈন্যদের জন্য আমরা প্রার্থনা করি৷ আমাদের শক্তি এবং দৃঢ়তাকে হুমকির মুখে ফেলে, এমন যে কোনও শক্তিকে পরাজিত করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষ একজোট রয়েছে৷ শত্রুপক্ষের অসাধু উদ্দেশ্য কখনও সফল হবে না৷’
advertisement
শুধু পাক অধিকৃত জম্মু এবং কাশ্মীর নয়, পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিও মঙ্গলবার রাতে মিসাইল হামলায় ধ্বংস করেছে ভারতের সশস্ত্র বাহিনী৷ একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাক সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় কোনওভাবে আঘাত করা হয়নি৷ শুধুমাত্র পাকিস্তানের মাটিতে থাকা যে জঙ্গি ঘাঁটিগুলি থেকে ভারত বিরোধী চক্রান্ত চলছিল, সেগুলিকেই ধ্বংস করা হয়েছে৷ ভারতের এই পদক্ষেপ কোনওভাবেই উস্কানিমূলক নয় বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে৷ সবমিলিয়ে ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Peace Message to India: বিপদ বুঝে সুর নরম পাকিস্তানের, রফা করতে চায় ইসলামাবাদ! ভারতকে কী বার্তা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement