Pakistan Peace Message to India: বিপদ বুঝে সুর নরম পাকিস্তানের, রফা করতে চায় ইসলামাবাদ! ভারতকে কী বার্তা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী?

Last Updated:

গতকাল রাতে অতর্কিতে পাকিস্তান এবং পাক অধিকৃত ৯টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সশস্ত্র বাহিনী৷

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ৷ ছবি- রয়টার্স
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ৷ ছবি- রয়টার্স
ইসলামাবাদ: গতকাল রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় ভারতের এয়ার স্ট্রাইকের পর প্রথমে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী৷ পাক সেনার জনসংযোগ শাখা আইএসপিআর দাবি করেছিল, সময় মতো ভারতকে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে৷ নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে বিপুল পরিমাণে গোলাগুলি ছুড়তে শুরু করে পাক সেনা৷ যাতে মৃত্যু হয়েছে অন্তত দশ জন সাধারণ গ্রামবাসীর৷
যদিও কয়েক ঘণ্টা যেতে না যেতেই নিজেদের অবস্থান থেকে পিছু হঠল পাকিস্তান৷ পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়ে দিলেন, ভারত যদি আর কোনও হামলা না চালায়, তাহলে পাকিস্তানও সংযম দেখাবে৷ নতুন করে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছুড়বে না পাক সেনা৷
পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতি ভারত তৈরি করেছে৷ আমরা শুধু জবাব দিয়েছি৷ আমরা প্রথম থেকেই বলে আসছি, বিনা প্ররোচনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না৷ ভারত যদি এখন পিছু হঠে, আমরাও তাহলে সংযম দেখাবো৷ কিন্তু যতক্ষণ আমাদের উপরে আক্রমণ চলবে, আমাদের জবাব দিতেই হবে৷’
advertisement
advertisement
গতকাল রাতে অতর্কিতে পাকিস্তান এবং পাক অধিকৃত ৯টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সশস্ত্র বাহিনী৷ লস্কর ই তৈবার প্রধান দফতরও ধ্বংস করা হয়েছে বলে খবর৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চারটি জায়গা এবং পাক অধিকৃত কাশ্মীরের ৫টি জায়গাকে নিশানা করে ভারত৷ গত এপ্রিল কাশ্মীরের পহলগাঁওয়ে পর্যটকদের উপরে হওয়া জঙ্গি হামলার ঘটনার বদলা নিতেই এই প্রত্যাঘাত করে ভারত৷
advertisement
হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘বিশ্বাসঘাতক শত্রু পাকিস্তানের পাঁচটি জায়গায় কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে৷ এই ঘৃন্য আগ্রাসনের শাস্তি হবেই৷ বিনা প্ররোচনায় ভারত যে হামলা চালিয়েছে তার যোগ্য জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে৷ এর দৃঢ় জবাব আসতে চলেছে৷ গোটা দেশের মানুষের সমর্থন দেশের সশস্ত্র বাহিনীর পিছনে রয়েছে৷ আমাদের মনোবলেও চিড় ধরেনি৷ পাকিস্তানের সাহসী অফিসার এবং সৈন্যদের জন্য আমরা প্রার্থনা করি৷ আমাদের শক্তি এবং দৃঢ়তাকে হুমকির মুখে ফেলে, এমন যে কোনও শক্তিকে পরাজিত করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষ একজোট রয়েছে৷ শত্রুপক্ষের অসাধু উদ্দেশ্য কখনও সফল হবে না৷’
advertisement
শুধু পাক অধিকৃত জম্মু এবং কাশ্মীর নয়, পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিও মঙ্গলবার রাতে মিসাইল হামলায় ধ্বংস করেছে ভারতের সশস্ত্র বাহিনী৷ একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাক সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় কোনওভাবে আঘাত করা হয়নি৷ শুধুমাত্র পাকিস্তানের মাটিতে থাকা যে জঙ্গি ঘাঁটিগুলি থেকে ভারত বিরোধী চক্রান্ত চলছিল, সেগুলিকেই ধ্বংস করা হয়েছে৷ ভারতের এই পদক্ষেপ কোনওভাবেই উস্কানিমূলক নয় বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে৷ সবমিলিয়ে ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Peace Message to India: বিপদ বুঝে সুর নরম পাকিস্তানের, রফা করতে চায় ইসলামাবাদ! ভারতকে কী বার্তা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement