Opertaion Sindoor Video: মাঝরাতে আগুন জ্বলে উঠল পাকিস্তানের আকাশে, সিঁদুরের তেজে ছারখার জঙ্গি ঘাঁটি! দেখুন সেই ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর৷
মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত৷ এর পরেই সেই হামলার পরবর্তী সময়ের কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ যদিও সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করতে পারেনি নিউজ ১৮ বাংলা৷
ভিডিওগুলি পাকিস্তানের বাহাওয়ালপুরের বলে দাবি করা হচ্ছে৷ সেখানে দেখা যাচ্ছে, মিসাইল হামলার মুহূর্তে পর আতঙ্কে ছোটাছুটি করছেন মানুষ৷ নির্দিষ্ট লক্ষ্যে ভারতীয় মিসাইল আছড়ে পড়ার পর ঘটনাস্থলে রীতিমতো বিস্ফোরণ ঘটে আগুনের বিরাট গোলা ঠিকরে বেরোচ্ছে৷
Union Minister Kiren Rijiju tweets, “#OperationSindoor“
(Video Source: Kiren Rijiju/X) pic.twitter.com/kdBY2xeHqN
— ANI (@ANI) May 6, 2025
advertisement
advertisement
Images from a camera capturing the Air strike in Bahawalpur pic.twitter.com/HboihwUPZp
— Waleed (@weethelawyer) May 6, 2025
মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর৷
advertisement
পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর৷ এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 3:09 AM IST