Indian Air Force vs Pakistan Air Force: অভিনন্দন বর্তমানের মিগ ২১-কে ধ্বংস করেছিলেন, ভারতকে বড় হুঁশিয়ারি পাক বায়ুসেনার সেই অফিসারের

Last Updated:

পাক বায়ুসেনার ওই অফিসারের কথায়, তাদের দেশের যুদ্ধবিমানের চালকদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হয়৷ শুধু তাই নয়, ২০১৯ সালের ঘটনা ভারতীয় বায়ুসেনার জন্য বড় ব্যর্থতা বলেও দাবি করেছেন এয়ার কমোডোর নৌমান আলি৷

পাক বায়ুসেনার অফিসার নৌমান আলি খান (ডানদিকে) এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেন ভারতের অভিনন্দন বর্তমানের মিগ ২১৷
পাক বায়ুসেনার অফিসার নৌমান আলি খান (ডানদিকে) এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেন ভারতের অভিনন্দন বর্তমানের মিগ ২১৷
কলকাতা: ২০১৯ সালের পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে৷ দু দেশের মধ্যে ফের সামরিক সংঘাত শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবে ২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের পর বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবং তার পরের ঘটনাক্রমের তুলনা উঠে আসছে৷
বালাকোটে ভারতের হামলার পরই ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ার চেষ্টা করেছিল পাক বায়ুসেনার কয়েকটি যুদ্ধবিমান৷ পাল্টা সেগুলিকে ধাওয়া করে ভারতীয় বায়ুসেনা৷ পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমানকে তাড়া করে ভারতে মিগ ২১৷ ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান মিসাইল ছুড়ে একটি পাক যুদ্ধবিমানকে ধ্বংসও করেন৷ কিন্তু তা করতে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন তিনি৷ তখনই পাক বায়ুসেনার প্রত্যাঘাতে ভেঙে পড়ে অভিনন্দনের নিয়ে উড়ে চলা মিগ ২১ যুদ্ধবিমানটি৷ পাক বায়ুসেনার হাতে বন্দি হন অভিনন্দন বর্তমান৷ দীর্ঘ টানাপোড়েনের পর তাঁকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হয়৷
advertisement
advertisement
২০১৯ সালের ওই পর্বকে নিজেদের বড় সাফল্য হিসেবেই দেখে পাক বায়ুসেনা৷ ২০১৯ সালের সেই ঘটনার ষষ্ঠ বর্ষপূর্তিতে সম্প্রতি ভারতকে খোঁচা দিয়ে একটি গানও প্রকাশ করে পাকিস্তান সেনার মুখপত্র আইএসপিআর৷ শুধু তাই নয়, পাকিস্তান বায়ুসেনার যে পাইলট এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে ২০১৯ সালে ভারতের মিগ ২১ যুদ্ধবিমান ধ্বংস করে অভিনন্দন বর্তমানকে পাক মাটিতে অবতরণ করতে বাধ্য করেছিলেন, সেই এয়ার কমোডোর নৌমান আলি খান সম্প্রতি দাবি করেছেন, ভারতের হাতে থাকা রাফালের তুলনায় অনেক এগিয়ে পাকিস্তানের কাছে থাকা জে-১০সি যুদ্ধবিমান৷
advertisement
পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েই এই দাবি করেছেন পাক বায়ুসেনার ওই অফিসার৷ ভারতের রাফাল যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন করা হলে তাঁর পাল্টা দাবি, ভারতীয় বায়ুসেনা যেমন রাফাল ব্যবহার করছে, সেরকমই পাক বায়ুসেনাও জে-১০ সি আকাশে ওড়াতে শুরু করেছে৷
রাফাল যেমন ৪.৫ জেনারেশন টুইন ইঞ্জিন যুদ্ধবিমান, জে-১০ সি-ও ঠিক তাই৷ দুটি যুদ্ধবিমানেরই সর্বোচ্চ গতি মাখ ১.৮৷ একবার জ্বালানি ভরলে ১০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এই দুটি যুদ্ধবিমানই৷ ফলে শক্তি এবং ক্ষিপ্রতার বিচারে তাদের ফারাক উনিশ-বিশ৷ ভারতীয় বায়ুসেনা যেমন নিজেদের বহরে ৩৬টি রাফাল যোগ করেছে, সেরকমই পাকিস্তানও গত তিন বছরে রেকর্ড সংখ্যক জে-১০ সি যুদ্ধবিমান কিনেছে৷
advertisement
পাক বায়ুসেনার ওই অফিসারের কথায়, তাদের দেশের যুদ্ধবিমানের চালকদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হয়৷ শুধু তাই নয়, ২০১৯ সালের ঘটনা ভারতীয় বায়ুসেনার জন্য বড় ব্যর্থতা বলেও দাবি করেছেন এয়ার কমোডোর নৌমান আলি৷ তাঁর দাবি, ২০১৯ সালে পাক বায়ুসেনার নেটওয়ার্ক যতটা আধুনিক এবং শক্তিশালী ছিল, এই মুহূর্তে তা আরও বেশি উন্নত হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indian Air Force vs Pakistan Air Force: অভিনন্দন বর্তমানের মিগ ২১-কে ধ্বংস করেছিলেন, ভারতকে বড় হুঁশিয়ারি পাক বায়ুসেনার সেই অফিসারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement