Pahalgam Terror Attack Update: বৈসরনে কেন সেদিন কোনও সেনা জওয়ান মোতায়েন ছিল না? প্রশ্ন বিরোধীদের, জবাব দিল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিরোধী দলনেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ বিরোধী শিবিরের একাধিক নেতা জানতে চান, বৈসরনের ওই পর্যটনকেন্দ্রে কেন কোনও সেনা জওয়ানকে মোতায়েন করা ছিল না৷
পহলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর পরই সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠেছে, কেন বৈসরনের ওই পর্যটন কেন্দ্রে কেন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা ছিল না? পহলগাঁও ইস্যুতে ডাকা সর্বদলীয় বৈঠকেও কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নই করেন বিরোধী দলের একাধিক নেতাও৷ কেন বৈসরনের ওই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে কোনও নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা ছিল না, বিরোধী পক্ষকে তার ব্যাখ্যাো দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ বিরোধীপক্ষে ছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেদের মতো সিনিয়র নেতারা৷
সূত্রের খবর বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ বিরোধী শিবিরের একাধিক নেতা জানতে চান, বৈসরনের ওই পর্যটনকেন্দ্রে কেন কোনও সেনা জওয়ানকে মোতায়েন করা ছিল না৷
advertisement
advertisement
জবাবে সরকার পক্ষ জানায়, সাধারণ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কিছুদিন আগে থেকে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা শুরু হয়৷ সাধারণত জুন মাস নাগাদ সেই কাজ শুরু হয়৷ কিন্তু এ বছর স্থানীয় প্রশাসন অথবা পুলিশকে কিছু না জানিয়েই স্থানীয় ট্যুর অপারেটররা পর্যটকদের গত ২০ এপ্রিল থেকে বৈসরনের ওই স্পটে পর্যটকদের নিয়ে যেতে শুরু করে বলে অভিযোগ৷ এ বিষয়ে স্থানীয় প্রশাসনও অন্ধকারে ছিল৷ যার ফলে বৈসরনের ওই স্পটে নিরাপত্তা বাহিনী জওয়ানদের মোতায়েন করা সম্ভব হয়নি বলেই সরকার পক্ষ দাবি করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 3:23 PM IST