অবশেষে যুদ্ধবিরতি পাকিস্তান- আফগানিস্তানের! ট্রাম্প নন, কে করল 'এই অসাধ্যসাধন'? 

Last Updated:

PaKistan Afganistan Ceasefire: এই যুদ্ধবিরতি চুক্তি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দোহা বৈঠকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ থামাতে উদ্যোগ কাতারের! 
দোহা বৈঠকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ থামাতে উদ্যোগ কাতারের! 
কাতারের রাজধানী দোহায় আয়োজিত শান্তি বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। কাতারের বিদেশ মন্ত্রক রবিবার ভোরে এই ঘোষণা করে। তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল— গত এক সপ্তাহ ধরে সীমান্তে চলা ভয়াবহ সংঘর্ষ বন্ধ করা, যেখানে বহু মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
কাতার সরকারের বিবৃতি অনুযায়ী, উভয় দেশ পরবর্তী দিনগুলোতে একাধিক অনুসারী বৈঠক (follow-up meetings) আয়োজন করবে, যাতে যুদ্ধবিরতি টেকসইভাবে কার্যকর হচ্ছে কি না তা নিশ্চিত করা যায়।
advertisement
advertisement
তালিবান ২০২১ সালে কাবুলে ক্ষমতায় ফেরার পর এই প্রথম দুই দেশের মধ্যে এত বড় সীমান্ত সংঘাত দেখা যায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব-এর নেতৃত্বে কাবুলের প্রতিনিধিদল দোহা বৈঠকে যোগ দেয়। অপরদিকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মুহাম্মদ আসিফ
advertisement
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, বৈঠকে মূলত “আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধ এবং সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা” করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি, দোহা শান্তি বৈঠক, কাতার মধ্যস্থতা, তালিবান সরকার, সীমান্ত সংঘর্ষ, পাক-আফগান সীমান্ত, সীমান্ত উত্তেজনা, আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মুহাম্মদ আসিফ, আত্মঘাতী হামলা, পাকিস্তান সেনা নিহত, দোহা আলোচনার ফল, কাতারের পররাষ্ট্র দফতর, তুরস্কের মধ্যস্থতা, ইসলামাবাদ কাবুল বৈঠক, সীমান্তে সন্ত্রাস দমন, পাকিস্তান বিমান হামলা, আফগান বেসামরিক নিহত, আফগান ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় টি২০ সিরিজ, পাকিস্তান আফগানিস্তান সংঘাত, আফগানিস্তান শান্তি প্রক্রিয়া, পাকিস্তান সংবাদ বাংলা, আন্তর্জাতিক খবর, Qatar peace talks, Pakistan Afghanistan ceasefire Bangla
advertisement
এই হিংসার সূত্রপাত হয় যখন ইসলামাবাদ কাবুলকে অভিযোগ করে যে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালানো চরমপন্থী গোষ্ঠীগুলিকে তালিবান সরকার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে।
তালিবান এই অভিযোগ অস্বীকার করে, উল্টো পাকিস্তানকে অভিযুক্ত করে যে তারা “ভুল তথ্য প্রচার করছে” এবং আফগানিস্তানে অস্থিতিশীলতা ছড়াতে আইএস-সংযুক্ত গোষ্ঠীগুলিকে সমর্থন দিচ্ছে। ইসলামাবাদ পাল্টা জানায়, এই জঙ্গিগোষ্ঠী বহু বছর ধরে পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামি শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
advertisement
পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি, দোহা শান্তি বৈঠক, কাতার মধ্যস্থতা, তালিবান সরকার, সীমান্ত সংঘর্ষ, পাক-আফগান সীমান্ত, সীমান্ত উত্তেজনা, আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মুহাম্মদ আসিফ, আত্মঘাতী হামলা, পাকিস্তান সেনা নিহত, দোহা আলোচনার ফল, কাতারের পররাষ্ট্র দফতর, তুরস্কের মধ্যস্থতা, ইসলামাবাদ কাবুল বৈঠক, সীমান্তে সন্ত্রাস দমন, পাকিস্তান বিমান হামলা, আফগান বেসামরিক নিহত, আফগান ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় টি২০ সিরিজ, পাকিস্তান আফগানিস্তান সংঘাত, আফগানিস্তান শান্তি প্রক্রিয়া, পাকিস্তান সংবাদ বাংলা, আন্তর্জাতিক খবর, Qatar peace talks, Pakistan Afghanistan ceasefire Bangla
advertisement
শুক্রবার সীমান্তের কাছে এক আত্মঘাতী বিস্ফোরণে সাতজন পাকিস্তানি সেনা নিহত১৩ জন আহত হন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, আফগান সরকারকে “প্রক্সি গোষ্ঠীগুলির কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে”, যারা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও আফগানিস্তানের অভিযোগ— পাকিস্তান শুক্রবার রাতে যুদ্ধবিরতির পরও বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যাতে কয়েকজন সাধারণ নাগরিক নিহত হন। কাবুল জানায়, আলোচনার প্রক্রিয়া বজায় রাখতে তাদের যোদ্ধাদের প্রতিশোধ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
এই ঘটনার পর আফগানিস্তান ঘোষণা করে, তারা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে তিন জাতির টি-২০ ক্রিকেট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছে। ওই সিরিজটি ৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আফগান পক্ষের দাবি, পাকতিকা প্রদেশে বিমান হামলায় তাদের তিনজন ঘরোয়া ক্রিকেটার নিহত হয়েছেন
অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রী আত্তাউল্লাহ তারার দাবি করেন, হামলাগুলি শুধুমাত্র “নিশ্চিত সন্ত্রাসী ঘাঁটিতেই” চালানো হয়েছিল, এবং তাতে ১০০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে — বেসামরিক হতাহতের অভিযোগ “সম্পূর্ণ ভিত্তিহীন।”
কাতার-মধ্যস্থ এই যুদ্ধবিরতি চুক্তি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি যদি বাস্তবায়িত হয়, তবে ২,৬০০ কিলোমিটার দীর্ঘ পাক-আফগান সীমান্তে বহু বছরের অস্থিরতার অবসান ঘটতে পারে এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন ভারসাম্য আনতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অবশেষে যুদ্ধবিরতি পাকিস্তান- আফগানিস্তানের! ট্রাম্প নন, কে করল 'এই অসাধ্যসাধন'? 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement