Dog Licking: জিভ দিয়ে শরীর চেটেছিল পোষ্য কুকুর, তার পরই মৃত্যু বৃদ্ধার! ময়নাতদন্তে জানা গেল কারণ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই মহিলা গত ২৯ জুন নিজের বাড়িতেই কমোড ব্যবহার করতে গিয়ে পায়ে আঘাত পান৷
জিভ দিয়ে শরীর চেটেছিল বাড়ির পোষ্য কুকুর৷ আর তার পরই সেপসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮৩ বছর বয়সি এক মহিলার৷ অবাক করে দেওয়ার মতো এই ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যের নরফোকে৷
কিন্তু পোষ্য কুকুর শরীরে চেটে দেওয়ায় কেন মৃত্যু হল ওই বৃদ্ধার? জানা গিয়েছে, জুন নেক্সটার নামে ওই মহিলা গত ২৯ জুন নিজের বাড়িতেই কমোড ব্যবহার করতে গিয়ে পায়ে আঘাত পান৷ সেই ক্ষতস্থানেই চেটে দিয়েছিল তাঁর নাতনির পোষ্য ওই কুকুরটি৷
ময়নাতদন্তে জানা গিয়েছে, প্যাস্টেরুলা মাল্টুসিডা নামে গৃহপালিত প্রাণীদের মুখে থাকা একটি বিশেষ ধরনের ব্যাক্টেরিয়া থেকেই ওই মহিলার ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে যায়৷ শারীরিক ভাবে আগে থেকেই দুর্বল থাকায় ওই বৃদ্ধার শরীরে সংক্রমণ আরও দ্রুত ছড়ায় বলেই মনে করছেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে বাড়িতেই ওই মহিলার ক্ষতস্থানের শুশ্রুষা করা হয়েছিল৷ ক্ষতস্থানে ড্রেসিংও করা হয়৷ কিন্তু তার পরেও ওই বৃদ্ধার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকায় পরের দিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এর পর রক্ত পরীক্ষায় ওই মহিলার শরীরে প্যাস্টেরুলা মাল্টুসিডা নামে ওই ব্যাক্টেরিয়ার উপস্থিতির প্রমাণ মেলে৷ চিকিৎসা শুরু হলেও সেপসিসে আক্রান্ত হন তিনি৷ শেষ পর্যন্ত গত ৭ জুলাই মৃত্যু হয় ওই মহিলার৷
advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলা আগে থেকেই শারীরিক বেশ কিছু সমস্যায় আক্রান্ত ছিলেন৷ কি়ডনি, লিভার এবং হৃদযন্ত্রের সমস্যা ছিল তাঁর৷
জানা গিয়েছে, গত ২৯ জুন পায়ে আঘাত পাওয়ার পর ওই বৃদ্ধার নাতনিই প্রথম তাঁর কাছে এসেছিলেন৷ তখনই ওই খোলা ক্ষতস্থানে চেটে দেয় বৃদ্ধার নাতনির পোষ্য সারমেয়টি৷ যা থেকে পরে সংক্রমণ ছড়িয়ে পড়ে বৃদ্ধার শরীরে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 8:19 PM IST