'এবার আমার ভেনেজুয়েলাকে খুব ভাল লাগছে! আমরা তেল নেব’ বললেন ডোনাল্ড ট্রাম্প, অন্তর্বর্তী সরকারের সঙ্গে দারুণ সম্পর্কের দাবি!
- Published by:Tias Banerjee
Last Updated:
Donald Trump Nobel Peace Prize: সামরিক আক্রমণের সুর থেকে সরে এসে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করা, দেশটিকে ‘চমৎকার’ বলে উল্লেখ করা এবং বিপুল পরিমাণ তেল গ্রহণে সম্মতির বার্তা—সব মিলিয়ে নোবেল পদক হাতে পাওয়ার পর ভেনেজুয়েলা নীতি নিয়ে ট্রাম্পের অবস্থানে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
নোবেল শান্তি পুরস্কারের পদক হাতে পাওয়ার পর ভেনেজুয়েলা ইস্যুতে সুর বদলাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নিজের প্রাপ্ত নোবেল পুরস্কার প্রতীকী ভাবে ট্রাম্পের হাতে তুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন–কারাকাস সম্পর্ক নিয়ে একের পর এক ঘোষণা আসে। সামরিক আক্রমণের সুর থেকে সরে এসে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করা, দেশটিকে ‘চমৎকার’ বলে উল্লেখ করা এবং বিপুল পরিমাণ তেল গ্রহণে সম্মতির বার্তা—সব মিলিয়ে নোবেল পদক হাতে পাওয়ার পর ভেনেজুয়েলা নীতি নিয়ে ট্রাম্পের অবস্থানে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত উন্নতির পথে। তাঁর বক্তব্য অনুযায়ী, ভেনেজুয়েলার ইন্টারিম সরকার যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল দেওয়ার প্রস্তাব দিয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫.২ বিলিয়ন মার্কিন ডলার। ট্রাম্প জানিয়েছেন, তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
advertisement
advertisement
#WATCH | On Venezuela, US President Donald Trump says, “Now I like Venezuela very much. I say good things. I don’t talk about Venezuela negatively. I think it’s a wonderful country…It’s changed so much in literally a week; it was one of the great military manoeuvres of all… pic.twitter.com/pbbnJlBCYY
— ANI (@ANI) January 16, 2026
advertisement
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার নতুন নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে আলোচনা চলছে। তাঁর কথায়, ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিপুল পরিমাণ তেল দ্রুত পরিশোধনের প্রয়োজন রয়েছে এবং সংরক্ষণের জায়গা নেই। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই তিনি বলেন, “আমরা তেল নেব।” ট্রাম্প আরও দাবি করেন, এই সিদ্ধান্ত নিতে তাঁকে কারও সঙ্গে আলাদা করে পরামর্শ করতে হয়নি।
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার ইন্টারিম সরকারের সঙ্গে সম্পর্ককে “খুবই ভালো” বলে উল্লেখ করেন এবং বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক চাপ অনেকটাই কমেছে। তিনি ভেনেজুয়েলাকে “চমৎকার দেশ” বলে আখ্যা দিয়ে দাবি করেন, সাম্প্রতিক ঘটনাবলির ফলে মাত্র এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি আমূল বদলে গিয়েছে।
এই প্রসঙ্গে ট্রাম্প ফের উল্লেখ করেন সেই সামরিক অভিযানের কথা, যার পর ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। ট্রাম্পের দাবি, ওই সামরিক অভিযান ছিল “নিখুঁত” এবং আধুনিক ইতিহাসের অন্যতম সফল সামরিক কৌশল।
advertisement
এর আগে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছিলেন, রূপান্তর পর্বে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সে দেশের তেলসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর পূর্ণাঙ্গ প্রবেশাধিকার প্রয়োজন। বুধবার ভেনেজুয়েলার ইন্টারিম প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে তাঁর দীর্ঘ ফোনালাপও হয়েছে বলে জানান ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার এই অংশীদারিত্ব উভয় দেশের পক্ষেই “অসাধারণ” হবে এবং ভেনেজুয়েলা শীঘ্রই আরও সমৃদ্ধ ও শক্তিশালী দেশে পরিণত হবে। অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ ওই ফোনালাপকে “দীর্ঘ, ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ” বলে বর্ণনা করে জানান, দু’দেশের স্বার্থে একটি যৌথ দ্বিপাক্ষিক কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
Jan 17, 2026 8:25 AM IST











