Paris: প্রেমিক-প্রেমিকাদের প্রথম পছন্দ প্যারিস নয়! তবে শীর্ষে কোন শহর? জানেন কি? জেনে নিন...

Last Updated:

প্যারিসের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বা মাউই উঠে এসেছে প্রেমিক-প্রেমিকাদের প্রথম পছন্দ হিসাবে। মূলত, আমেরিকান যুগলদের কাছে রোমান্টাটিক শহরের মধ্যে ৩৪% ভোট পড়েছে হাওয়াই এবং মাউই-এ।

প্রেমের শহরে শীর্ষে নেই প্যারিস। photo courtesy- AP
প্রেমের শহরে শীর্ষে নেই প্যারিস। photo courtesy- AP
নয়াদিল্লি: প্যারিসে আইফেল টাওয়ারের সামনে প্রেমিকাকে প্রেম নিবেদন করার স্বপ্ন দেখেন অনেক প্রেমিকই। গোটা বিশ্বজুড়েই প্রেমের শহর নামে পরিচিত প্যারিস। ফ্রান্সের রাজধানী শহরের অলি গলি রাজপথে যেন ভেসে বেড়ায় প্রেম। কিন্তু, সেই প্রেমের শহরের তকমা হারাল প্যারিস। প্যারিসের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বা মাউই উঠে এসেছে প্রেমিক-প্রেমিকাদের প্রথম পছন্দ হিসাবে। মূলত, আমেরিকান যুগলদের কাছে রোমান্টাটিক শহরের মধ্যে ৩৪% ভোট পড়েছে হাওয়াই এবং মাউই-এ।
এরপরেই স্থান পেয়েছে প্যারিস, প্রেমিক-প্রেমিকাদের পছন্দ হিসাবে ৩৩% ভোট পেয়েছে এই শহর। কিন্তু, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এরপরেই স্থান পেয়েছে ইতালির শহর (২৯%) এবং সানটোরিনি(১১%)। সংবাদসংস্থা নিউইয়র্ক পোস্ট অনুযায়ী এরপরের ছোট্ট ছোট্ট দেশগুলোতেও প্রেমিক-প্রেমিকারা নিয়ে যেতে চান। ক্যানকান (১৯%), কোস্টারিকা (১৩%) এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (১২%)।
advertisement
advertisement
মূলত এই সমীক্ষায় ৬৯% মানুষ নিরিবিলি এলাকায় যেতে চেয়েছেন। বড় কোনও শহরের থেকে ফাঁকা নিরিবিলি শহরই তাঁদের প্রথম পছন্দের। আবার বেলাভূমিতে হাঁটতে ভালবাসেন ৫৫% জন। অন্যদিকে ৫৪% জন একসঙ্গে সূর্যাস্ত দেখতে ভালবাসেন। আবার ৫৩% আবার ভালবাসেন হাতে হাত ধরে হাঁটতে ভালবাসেন।
advertisement
এই প্রসঙ্গে একটি বহুজাতিক সংস্থার মার্কেটিং এর আধিকারিক বলেন, “এই ছুটে চলা জীবন থেকে একটু ভালবাসা খুঁজে পেতেই স্ট্রেস ছাড়া অবকাশের জন্যই কাছের মানুষকে বোঝার জন্য প্রয়োজন হয়।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Paris: প্রেমিক-প্রেমিকাদের প্রথম পছন্দ প্যারিস নয়! তবে শীর্ষে কোন শহর? জানেন কি? জেনে নিন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement