Bomb Threat: আকাশ পথে বোমাতঙ্ক, মুম্বই থেকে জার্মানি যেতে পথ বদল বিমানের, তুরস্কে জরুরি অবতরণ
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, 'ইউকে২৭' নামে ওই বিমানটি তুরস্কের এরজুরাম বিমানবন্দরে ভারতীয় সময় ৭টা বেজে ৫ মিনিটে জরুরি অবতরণ করে। এরপরেই বিমানে থাকা সকল যাত্রী এবং কর্মীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
মুম্বই: মুম্বই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট যাওয়ার পথে বোমাতঙ্কের জন্য তুরস্কের পথে ঘুরিয়ে দেওয়া হল বিমানের গতিপথ। শুক্রবার, এই ঘটনার জেরে তুরস্কের এরজুরাম বিমানবন্দরে গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় মুম্বই থেকে জার্মানিগামী ভিস্তারার একটি বিমানের।
সূত্রের খবর, ‘ইউকে২৭’ নামে ওই বিমানটি তুরস্কের এরজুরাম বিমানবন্দরে ভারতীয় সময় ৭টা বেজে ৫ মিনিটে জরুরি অবতরণ করে। এরপরেই বিমানে থাকা সকল যাত্রী এবং কর্মীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিমান আকাশপথে ওড়ার কিছুক্ষণ বাদেই এক বিমানকর্মী “বোমা” সংক্রান্ত কিছু লেখা দেখতে পান।
advertisement
advertisement
তা দেখতে পাওয়া মাত্রই তিনি নিরাপত্তা বিঘ্নিত এই মর্মে কর্তৃপক্ষকে জানান। এরপরেই বিমানের পথ ঘুরিয়ে তুরস্কে জরুরি অবতরণ করানো হয়। এছাড়াও নিরাপত্তা আধিকারিকরা গোটা বিমানজুড়ে চিরুনি তল্লাশি চালিয়েছেন বলে জানিয়েছেন।
advertisement
এই প্রসঙ্গে বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়, “শুক্রবার ৬ই সেপ্টেম্বর ২০২৪, ভিস্তারা বিমান ইউকে ২৭ মুম্বই থেকে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার পথে নিরাপত্তা জনিত কারণে তুরস্কে তার গতিপথ পরিবর্তিত করা হয়। ভিস্তারা বিমান, সকল যাত্রী এবং কর্মীদের সুরক্ষা প্রদানে সদা সচেষ্ট এবং সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”
#DiversionUpdate: Flight UK27 from Mumbai to Frankfurt (BOM-FRA) has been diverted to Turkey (Erzurum airport) due to security reasons and has landed safely at 1905 hours. Please stay tuned for further updates.
— Vistara (@airvistara) September 6, 2024
advertisement
তুরস্কে নিরাপদে ওই বিমানটি অবতরণ করেছে তাও ভিস্তারার পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করে জানায় ওই বিমান সংস্থা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 8:51 PM IST