Maharashtra: জ্বরে মৃত্যু ২ সন্তানের, অ্যাম্বুল্যান্স না থাকায় দেহ নিয়ে ১৫ কিলোমিটার হাঁটলেন মা-বাবা! ভিডিও দেখলে চোখে জল আসবে
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
কাদা মাখা পথে ওই দম্পতির দুই শিশুর মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেই তা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
গঢ়চিরৌলি: আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র। দুই সন্তানের মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে গেলেন এক দম্পতি। ১০ বছরের কম বয়সী দুই শিশুকে কাঁধে করে প্রায় ১৫ কিলোমিটার নিয়ে হেলেন তাঁদের বাবা মা। অভিযোগ এই দীর্ঘ পথে কোনও অ্যাম্বুল্যান্স পাননি তাঁরা।
কাদা মাখা পথে ওই দম্পতির দুই শিশুর মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেই তা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
advertisement
advertisement
সূত্রের খবর, ওই দম্পতির দুই শিশুর জ্বর হয়েছিল। কিন্তু, সঠিক সময়ে চিকিৎসা না হওয়ার দরুন মৃত্যু হয় দুজনেরই। এরপরেই হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার দূরে নিজেদের গ্রামে গঢ়চিরৌলি জেলাতে ফিরে আসেন।
এরপরেই এই ঘটনাটি তুলে ধরেন বিজয় ওয়াদেত্তিওয়ার।
दोन्ही लेकरांचे ‘मृतदेह’ खांद्यावर घेऊन चिखलातून वाट शोधत पुढे जात असलेले हे दाम्पत्य गडचिरोली जिल्ह्यातील अहेरी तालुक्यातील आहे.
आजोळी आलेल्या दोन भावंडांना ताप आला. वेळेत उपचार मिळाले नाही. दोन तासांतच दोघांचीही प्रकृती खालावली व दीड तासांच्या अंतराने दोघांनीही अखेरचा श्वास… pic.twitter.com/ekQBQHXeGu
— Vijay Wadettiwar (@VijayWadettiwar) September 5, 2024
advertisement
একটি ভিডিও এক্সে শেয়ার করে তিনি লেখেন, “এই দম্পতি গঢ়চিরৌলি জেলার আহেরি এলাকায় থাকেন। তাঁরা দুই সন্তানের দেহ কাঁধে করে কাদা মাখা পথ ধরে নিয়ে যাচ্ছেন। এই দুই শিশু জ্বরে ভুগছিলেন কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মারা যায়। মৃত্যুর পরেও অ্যাম্বুল্যান্সটুকুও পাওয়া গেল না।”
আরও পড়ুন: আরও গতি! এ বার আরও দ্রুত যাতায়াত রেল পথে! নতুন ট্রেন আসছে কোন রুটে?
এরপরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ করে তিনি লেখেন, “প্রত্যেকদিন বলা হচ্ছে মহারাষ্ট্র নাকি রোজ রোজ উন্নত হচ্ছে। কিন্তু গঢ়চিরৌলিতে কত মানুষের মৃত্যু হয় সেই বিষয় সরকারের জানা উচিত।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 4:39 PM IST