আরও গতি! এ বার আরও দ্রুত যাতায়াত রেল পথে! নতুন ট্রেন আসছে কোন রুটে?

Last Updated:

Indian Railway: নিরাপত্তা জোরদার হবে পরিদর্শনে। সরভোগ ও বরপেটা রোডের মধ্যে ডাবল লাইন সেকশন চালু নিউ বঙাইগাঁও-আগিয়াঠুরি ভায়া রঙিয়া ডাবল লাইন প্রকল্পের আরও অগ্রগতি।  

কলকাতা: সরভোগ ও বরপেটা রোড স্টেশনের মধ্যে নতুন ভাবে স্থাপন করা ডাবল লাইন সেকশনের সতর্কতামূলক পরিদর্শন করেন কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)। এই পরিদর্শনের প্রাথমিক উদ্দেশ্য ছিল যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন পরিষেবা শুরু হওয়ার পূর্বে এই সেকশনে নতুন করে নির্মাণ করা। রেলওয়ে পরিকাঠামোর নিরাপত্তা, সুরক্ষা ও পরিচালন দক্ষতা নিশ্চিত করাও এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য ছিল।
নিউ বঙাইগাঁও-আগিয়াঠুরি ১৪২.৯৭ কিমি ডাবল লাইন প্রকল্পের একটি অংশ হল সরভোগ ও বরপেটা রোড সেকশনের কাজ। সরভোগ ও বরপেটা রোডের মধ্যে প্রশস্ততা ০৬.২২ কিমি। এই প্রকল্পে ৩১৯.৯ মিটার স্প্যানের ১টি মেজর ব্রিজ রয়েছে। সেকশনটিতে ০১টি কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেট রয়েছে। দ্বিতীয় লাইনটি বৈদ্যুতিকীকরণের সাথে চালু করা হয়েছে। কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) সেকশনটির রেলওয়ে ব্রিজ, ট্র্যাক ফিটিংস, পি-ওয়ে অ্যাসেট, ইলেকট্রনিক ইন্টার-লকিং, রিলে রুম এবং লেভেল ক্রসিং পরিদর্শন করেন এবং ট্রেন পরিচালনার জন্য কর্মচারীদের প্রস্তুতিও পরীক্ষা করেন।
advertisement
advertisement
নিউ বঙাইগাঁও-আগিয়াঠুরি ভায়া রঙিয়া ডাবলিং প্রকল্পের ১৪২.৯৭ কিমি-এর মধ্যে ইতিমধ্যে ১০৮.৬৮ কিমি চালু করা হয়েছে। এর পূর্বে নিউ বঙাইগাঁও থেকে বিজনির মধ্যে ১৭.৫৩ কিমি সেকশন, পাঠশালা থেকে নলবাড়ির মধ্যে ২৬.৯১ কিমি সেকশন, বিজনি থেকে সরভোগের মধ্যে ১৮.৯৯ কিমি সেকশন, চাংসারি থেকে আগিয়াঠুরির মধ্যে ৭.৪৮ কিমি সেকশন, বাইহাটা থেকে চাংসারির মধ্যে ১০.১৫ কিমি সেকশন ও বরপেটা রোড থেকে পাঠশালার মধ্যে ২১.৪০ কিমি সেকশন যথাক্রমে ৩০ আগস্ট, ২০২২, ২৪ মে, ১৩ জুন, ২৬ ডিসেম্বর, ২০২৩, ২০ মার্চ, ২০২৪ এবং ৩ জুন, ২০২৪ তারিখে চালু করা হয়েছে।
advertisement
এছাড়াও, আজ সরভোগ ও বরপেটা রোডের মধ্যে ০৬.২২ কিমি চালু করা হয়। বর্তমানে নলবাড়ি থেকে বাইহাটা সেকশনের ৩১.৮২৮ কিমি এলাকার মধ্যে দ্বৈতকরণের কাজ অগ্রগতির পথে রয়েছে। সমগ্র প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে ক্রসিঙের সময় যথেষ্ট হ্রাস হবে, ফলে আঞ্চলিক ট্রেন চলাচলের সংযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উত্থান ঘটবে। নতুন করে স্থাপিত দ্বিতীয় লাইনটি নিউ বঙাইগাঁও-আগিয়াঠুরি ভায়া রঙিয়া রুট দিয়ে আরও অধিক পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনের চলাচলে সহায়ক হবে এবং অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধিতেও সাহায্য করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরও গতি! এ বার আরও দ্রুত যাতায়াত রেল পথে! নতুন ট্রেন আসছে কোন রুটে?
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement