#নয়াদিল্লি: ঘোষিত হল রসায়নের নোবেল পুরস্কার৷ এ বার নোবেল পেলেন তিন বিজ্ঞানী৷ ২০২২ সালের নোবেল প্রাপ্ত এই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন, আমেরিকার ক্যারোলিন আর বার্তোজ্জি এবং কে ব্যারি শার্পলেস৷ এছাড়াও রয়েছেন ডেনমার্কের মর্টেন মেলডাল৷ পুরস্কার প্রদানকারী রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ উল্লেখ্য, এর আগেও, ২০০১ সালে এক বার নোবেল পেয়েছিলেন শার্পলেস৷ তিনি দ্বিতীয় মানুষ, যাঁর হাতে রসায়নে দু’বার নোবেল পুরস্কার উঠল৷
আরও পড়ুন : ‘দুঃখ হয়...' অষ্টমীর সন্ধ্যারতি শেষে কার কথা মনে পড়ল? মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকেই শুরু টেট-এর ফর্ম ফিল-আপ, পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন বিশদে
গত সোমবার থেকে নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে৷ সে দিন চিকিৎসা বিজ্ঞানে নোবেলের ঘোষণা করা হয়৷ তার পর পদার্থ বিদ্যায় নোবেল পান তিন বিজ্ঞানী৷ তাঁর পর ঘোষিত হল রসায়নের নোবেল পুরস্কার৷ এর ধীরে ধীরে ঘোষিত হবে নোবেল সাহিত্য পুরস্কার, তার পর শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ও তার পরের দিন ঘোষিত হবে নোবেল ইকোনমিক্সের পুরস্কার৷
অ্যাকাডেমির পক্ষ থেকে ঘোষণার সময় বলা হয়েছে, অণু জোড়া লাগিয়ে দেওয়ার কাজে বিশেষ পদ্ধতি আবিস্কারের জন্যই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ মনে করা হচ্ছে, ক্লিক কেমিস্ট্রির গবেষণায় এই কাজ বিশেষ ভাবে সাহায্য করবে৷ বার্তোজ্জি পড়ান স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে, তিনি বলেছেন, এই গবেষণা নিশ্চিত ভাবেই ক্লিক কেমিস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nobel Prize