Nepal Gen Z Protest: সরে গেলেন সুশীলা, নেপালের Gen Z চায় কুলমান ঘিসিংকে! নতুন এই নাম ঘিরে তোলপাড়, কে ইনি জানেন?

Last Updated:

Nepal Gen Z Protest backs Kulman Ghising: প্রাক্তন প্রধান বিচারপতি নন, এ বার নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে উঠে এল আর এক নাম কুলমান ঘিসিং। শোনা যাচ্ছে, প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন, এমনটাই চাইছে Gen Z।

Gen Z চায় কুলমান ঘিসিংকে
Gen Z চায় কুলমান ঘিসিংকে
কাঠমান্ডু: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন? এ নিয়ে বুধবার সন্ধে থেকে একাধিক নাম সামনে উঠে এসেছে। বালেন্দ্র শাহ রাজি না হওয়ায় বিক্ষোভকারী জেন জি-রা অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে নিজেদের তরফ থেকে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম বেছে নিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার বদলে গেল সেই নামও। সূত্রের খবর, প্রাক্তন প্রধান বিচারপতি নন, এ বার নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে উঠে এল আর এক নাম! কুলমান ঘিসিং। শোনা যাচ্ছে, প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুন, এমনটাই চাইছেন গণবিক্ষোভে নেপালের কেপি শর্মা ওলি সরকারকে গদিচ্যুত করা আন্দোলনকারীরা।
আরও পড়ুন: নেপালের দায়িত্বে Gen Z-র প্রিয় সুশীলা কারকি এ কী বললেন ভারত নিয়ে! মোদিকে নিয়েও বড় মন্তব্য! ‘খেলা’ ঘুরছে
এই মুহূর্তে অশান্ত নেপালের অন্তর্বর্তী প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং। নেপালে বিদ্যুতের দীর্ঘমেয়াদি ঘাটতি দূর করার নেপথ্যে নানা অবদান রয়েছে তাঁর। ১৯৯৪ সালে ঘিসিং দেশের বিদ্যুৎ বোর্ডে যোগ দিয়েছিলেন। তার পর থেকে নেপালের জলবিদ্যুৎ প্রকল্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: নেপালে বইছে ভারত-বিরোধিতার চোরাস্রোত! পিছন থেকে কে কলকাঠি নাড়ছে জানেন! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের কাছে
২০১৬ সালে বিদ্যুৎ বোর্ডের সর্বেসর্বা হন। সে সময় চরম বিদ্যুৎবিভ্রাটে ভুগছিল ভারতের প্রতিবেশী দেশ। কখনও কখনও দিনে ১৮ ঘণ্টাও লোডশেডিং চলত। সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বোর্ডের হাল ধরেন ঘিসিং। মেটান দেশের বিদ্যুৎসঙ্কট। এ বার সেই ঘিসিংকেই প্রধানমন্ত্রী পদের জন্য বেছেছে Gen Z। বৃহস্পতিবার দুপুরে সংক্ষিপ্ত এক বিবৃতিতে তাঁর নাম জানিয়েছেন আন্দোলনকারীরা। শুধু তা-ই নয়, তাঁকে দেশপ্রেমিক এবং সকলের প্রিয় বলেও উল্লেখ করেছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Gen Z Protest: সরে গেলেন সুশীলা, নেপালের Gen Z চায় কুলমান ঘিসিংকে! নতুন এই নাম ঘিরে তোলপাড়, কে ইনি জানেন?
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement