Nepal Gen Z Protest: নতুন নেপালের দায়িত্বে Gen Z-র প্রিয় সুশীলা কারকি এ কী বললেন ভারত নিয়ে! মোদিকে নিয়েও বড় মন্তব্য! 'খেলা' ঘুরছে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Nepal Gen Z Protest: নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে চাইছেন Gen Z। নেপালের সেই প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির ভারত সম্পর্কে কী ধারণা?
কাঠমান্ডু: নেপালে এবার নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হচ্ছে। রক্তক্ষয়ী হিংসায় কেপি শর্মা ওলি সরকারের পতনের পরে Gen Z বিক্ষোভকারীদের পক্ষ থেকে যে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন।
আর সেই Gen Z-র পছন্দের তালিকায় রয়েছেন সুশীলা কারকি। নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে চাইছেন Gen Z।
আরও পড়ুন: নেপালে বইছে ভারত-বিরোধিতার চোরাস্রোত! পিছন থেকে কে কলকাঠি নাড়ছে জানেন! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের কাছে
নেপালের সেই প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির ভারত সম্পর্কে কী ধারণা? তিনি জানান, পড়শি দেশ ভারতের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। ‘সিএনএন-নিউজ১৮’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নয়াদিল্লির প্রশংসা করে তিনি বলেন, ”ভারত সর্বদা নেপালকে সাহায্য করেছে।”
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা শোনা গিয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর গলায়। প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ”মোদিজি সম্পর্কে আমার খুব ভাল ধারণা রয়েছে। আমি তাঁকে নমস্কার জানাচ্ছি।”
আরও পড়ুন: কিছু খেলেই তারপর মিষ্টি খেতে ইচ্ছে করে? আপনি এই মারণরোগের শিকার হতে পারেন! খুব সাবধান!
সাক্ষাৎকারে সুশীলা জানিয়েছেন, তিনি নতুন দায়িত্ব নিতে প্রস্তুত। একই সঙ্গে তাঁর সরকার কোন কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করবে, তা-ও স্পষ্ট করেছেন সুশীলা। তিনি জানিয়েছেন, আন্দোলনের জেরে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সম্মানিত করবে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ”আমাদের প্রথম কাজ হবে সেই তরুণদের জন্য কিছু করা, যাঁরা প্রতিবাদে শামিল হয়ে মারা গিয়েছেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 2:01 PM IST

