Nepal Gen-Z Protest ISI নেপালে বইছে ভারত-বিরোধিতার চোরাস্রোত! পিছন থেকে কে কলকাঠি নাড়ছে জানেন! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের কাছে

Last Updated:

Nepal Gen-Z Protest ISI: নেপালে টার্গেট করা হতে পারে ভারতীয়দের। রাজতন্ত্রের সমর্থক বলে দাগিয়ে ভারতীয়দের নিশানা। গণ-অভূত্থানে ভারতের মদতের প্রচার বলে প্রচার। নেপালে ISI ষড়যন্ত্রের আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের।

উত্তপ্ত নেপাল। আগুন ধরানো হয়েছে পার্লামেন্ট ভবনে।
উত্তপ্ত নেপাল। আগুন ধরানো হয়েছে পার্লামেন্ট ভবনে।
কাঠমান্ডু: নেপালে সক্রিয় পাক চর সংস্থা ISI! এমনটাই আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। গতকাল বিদ্রোহীদের হাতে ছিল ভারতীয় পতাকা। ISI-এর কলকাঠিতেই ভারতের পতাকা ব্যবহার করা হচ্ছে বলে প্রাথমিক তদন্তে রিপোর্ট।
নেপালে টার্গেট করা হতে পারে ভারতীয়দের। রাজতন্ত্রের সমর্থক বলে দাগিয়ে ভারতীয়দের নিশানা। গণ-অভূত্থানে ভারতের মদতের প্রচার বলে প্রচার। নেপালে ISI ষড়যন্ত্রের আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের।
advertisement
advertisement
নেপালের সঙ্গে ভারতের প্রায় ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পাঁচ রাজ্যেই সীমান্তে তৎপরতা বেড়েছে। বিহারের নেপাল সীমান্তবর্তী সাতটি জেলায় নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং বিহার পুলিশ।
আরও পড়ুন: চোখের চিকিৎসা করাতে গিয়ে চোখের সামনেই এ কী ভয়ঙ্কর দৃশ্য! নেপালে গিয়ে ফরাক্কার বাসিন্দা যা দেখলেন, অবিশ্বাস্য!
পশ্চিম চম্পারণ, সীতামারি, মধুবনী, আরারিয়া, সুপৌল, পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জে টহলদারি বেড়েছে। পাশাপাশি, আশপাশের এলাকায় সন্দেহজনক কাউকে দেখলেই পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি করা হচ্ছে। কোনও ভাবেই যাতে নেপালের আন্দোলনের আঁচ এ দেশে না পড়ে, সে জন্য কেন্দ্র ও রাজ্যের তরফে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি হয়েছে ‘হাই অ্যালার্ট’।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Gen-Z Protest ISI নেপালে বইছে ভারত-বিরোধিতার চোরাস্রোত! পিছন থেকে কে কলকাঠি নাড়ছে জানেন! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের কাছে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement