Mount Annapurna Indian Climber: মাউন্ট অন্নপূর্ণায় একদিনে মৃত্যু ৩ পর্বতারোহীর, এখনও নিখোঁজ ১ ভারতীয় অভিযাত্রী!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Debashish Chakraborty
Last Updated:
Mount Annapurna Indian Climber: চতুর্থ ক্যাম্প থেকে নীচে নামার সময় তৃতীয় ক্যাম্পের আগে কিভার্সে বা খাদে পরে যান অনুরাগ। এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
কাঠমান্ডু: পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা অভিযানে গিয়ে নিখোঁজ ভারতীয় অভিযাত্রী অনুরাগ মালু। রাজস্থানের বাসিন্দা,৩৪ বছরের অনুরাগ অন্নপূর্ণা অভিযানে গিয়ে চাতুর্থ ক্যাম্প পৌঁছে অভিযান শেষ করার সিদ্ধান্ত নেন। চতুর্থ ক্যাম্প থেকে নীচে নামার সময় তৃতীয় ক্যাম্পের আগে কিভার্সে বা খাদে পরে যান অনুরাগ। এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। হেলিকাপ্টার দিয়ে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
মাউন্ট অন্নপূর্ণা অভিযানে মৃত্যু আরও এক ভারতীয় মহিলা অভিযাত্রী বলজিৎ কৌরের। মাউন্ট অন্নপূর্ণা জয় করে ফেরার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। বলজিৎ প্রথম ভারতীয় মহিলা যিনি ৭ টি আট হাজার মিটার শৃঙ্গ জয়ী অভিযাত্রী ছিলেন। মাউন্ট অন্নপূর্ণা জয় করলেও ফেরার পথেই মৃত্যু হয় তাঁর। বলজিতের আরও এক বিদেশি সঙ্গী নোয়েল হান্নারও মৃত্যু হয়েছে মাউন্ট অন্নপূর্ণায়। নোয়েল ১০ বার এভারেস্ট জয় করেছিলেন।
advertisement
আরও পড়ুন: ভোট এলেই মমতার পায়ে কী হয়! বিস্ফোরক দাবি শুভেন্দুর! ফিরে এল নন্দীগ্রাম-স্মৃতি
হিমালয়ান টাইমস পেপার অনুসারে, মালু রাষ্ট্রসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে সচেতনতা তৈরি করতে ৮ হাজার মিটারের উপরে ১৪টি শিখর এবং সাতটি চূড়ার প্রতিটিতে আরোহণ করতে বদ্ধপরিকর ছিলেন। মিংমা শেরপা বলেছেন, 'মালু নিখোঁজ হওয়ার পরপরই আমরা তাঁর জন্য অনুসন্ধান শুরু করেছি। তবে সন্ধ্যা পর্যন্ত আমরা তাঁকে খুঁজে বের করতে পারিনি।'
advertisement
advertisement
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
তিনি এও বলেছেন, আমরা মঙ্গলবার পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাব। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, কেন্দ্রের তরফে মালুকে REX করমবীর চক্র দেওয়া হয়েছিল। এছাড়াও ভারতীয় অ্যান্টার্কটিক যুব দূত নিযুক্ত করা হয়েছিল তাঁকে। হিমালয়ান টাইমস সংবাদপত্রের খবর অনুযায়ী, মাউন্ট অন্নপূর্ণায় তিনজনের মৃত্যু হয়েছে একদিনে। তৃতীয় ব্যক্তির কোনও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
advertisement
দেবাশিস চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 11:27 AM IST