Mother-Son: ৭ বছরের ছেলেকে শাস্তি, নিজের গাড়ির চাকায় পিষে দিলেন মা! তারপর...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নিজের গাড়িতে না তুলে ছেলেকে হেঁটে বাড়ি ফিরতে বলেন মা৷ এবং রাস্তায় ঘটে এই মারাত্মক ঘটনা৷
আলাবামা: ছেলেকে গাড়ির তলায় পিষে দিলেন মা! অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাই ঘটেছে৷ স্কুলে দুষ্টুমি করেছিল ছেলে৷ প্রধান শিক্ষিকা তাকে বকেছিল৷ তার ফলস্বরূপ নিজের গাড়িতে না তুলে ছেলেকে হেঁটে বাড়ি ফিরতে বলেন মা৷ এবং রাস্তায় ঘটে এই মারাত্মক ঘটনা৷
আমেরিকার আলাবামা শহর৷ সেখানকার বাসিন্দা সারাই রচেল জেমস৷ ৭ বছরের সন্তানের উপর গাড়ি চাকা তুলে দিলেন তিনি৷ ৯ ফেব্রুয়ারি ছেলের স্কুলে গিয়ে মা শুনতে পান যে স্কুলের প্রিন্সিপাল ছেলেকে বকেছেন৷ তাই শুনে মা সারাই রেগে যান৷ ছেলেকে বলেন হেঁটে বাড়ি ফিরতে৷ বাড়ির কিছুটা কাছে গিয়ে ছেলেকে গাড়ি থেকে নামিয়ে দেন তিনি৷ তারপর তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি৷
advertisement
আরও পড়ুনSwelling Feet: হঠাৎ পা ফুলে যাচ্ছে ? লক্ষণ ভাল নয়, কী কী হতে পারে?
৭ বছরের শিশু প্রথমে রাস্তাতে হাঁটছিল৷ তারপর চলন্ত গাড়ির হ্যান্ডেলে হাত রাখতে যায়৷ গাড়ির স্পিডের চোটে মাটিতে পড়ে যায় সে এবং কিছু বুঝে ওঠার আগেই মায়ের গাড়ির তলায় পড়ে ছেলে৷ গাড়ির পিছনের চাকায় ভয়াবহ আহত হয় ছেলে৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শরীরে গভীর ক্ষত হয়েছে শিশুটির৷

advertisement
advertisement
স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে শিশুটি এখন সুস্থ রয়েছে৷ এটির খুবই আশ্চর্যজনক ঘটনা বলেও জানানো হয়েছে৷ কারণ এভাবে গাড়ির তলায় চাপা পড়ার পরও বেঁচে থাকা খুবই অসম্ভব৷
advertisement
পুলিশ মনে করছেন যে ভুলবশতই মা এমন করেছেন৷ কারণ নিজের সন্তানকে কোনও ভাবে গাড়ির তলায় পিষবেন না কোনও সুস্থ মস্তিষ্কের মা, বলছে পুলিশ৷ সারাই জেমসকে ৫০ হাজার ডলারের বন্ডের চুক্তিতে জামানি মুক্ত করা হয়েছে৷ সারাই ছাড়াও গাড়িতে আরও এক ব্যক্তি ছিলেন যাকে ৫০০ ডালারের বন্ড দিতে হয়েছে৷ এই ঘটনার পর মাকে তাঁর সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 6:49 PM IST