পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বিল্ডিং কোনটি জানেন? রয়েছে হাড়হিম করা গল্প

Last Updated:

আমরা কথা বলছি  পশ্চিম লন্ডনের উইলো ট্রি লেনের বিষয়ে৷

পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বিল্ডিং
পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বিল্ডিং
advertisement
আঁকার খাতায় সুন্দর। কিন্তু যেই সেই বিল্ডিং তৈরি হয়ে গেল, সেটির দিকে তাকানো দায়! এমন বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে। আর তার নমুনা রয়েছে পৃথিবী জুড়ে। যদিও সৌন্দর্য বড়ই আপেক্ষিক, তাই কারও চোখে খারাপ বস্তুও সুন্দর দেখাতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে যে বিল্ডিংকে 'কুৎসিত' আখ্যা দেওয়া হয়েছে, তার কথা তো আমরা শুনেছি।
advertisement
যেমন ওয়াশিংটনের সিয়াটেলে মিউজিয়াম অফ পপ কালচার। অনেকের চোখেই এই বিল্ডিং ভীষণ অদ্ভুত দেখতে লেগেছে। ডিজাইন করেছিলেন কানাডিয়ান-আমেরিকান আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক গেরি। ফ্রান্সের প্যারিসে পম্পিডোউ সেন্টার। প্যারিস এই বিশ্বের অন্যতম সুন্দর শহর হলেও এই বিল্ডিং অনেকেরই না-পসন্দ। এটি একটি গ্রন্থাগার এবং আধুনিক শিল্পকলার মিউজিয়ামও। দেখে মনে হয় এখনও এই বিল্ডিং নির্মীয়মান। অতি রঙে এই বিল্ডিংয়ের সৌন্দর্যই বরবাদ। মালয়েশিয়ার একটি হোটেল। নাম, ফার্স্ট ওয়ার্ড হোটেল। ৬ হাজারের উপর ঘর রয়েছে এই হোটেলে। এ তো গেল কুৎসিত বিল্ডিং৷
advertisement
কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বিল্ডিং কোনটি? আমরা কথা বলছি  পশ্চিম লন্ডনের উইলো ট্রি লেনের বিষয়ে৷ এই রিয়েল এস্টেটে সাংঘাতিক সব ক্রাইমের ঘটনা ঘটেছে৷ ৪৬৩টি ক্রাইমের ঘটনা ঘটেছে এই এলাকায়৷ যাঁরা এখানে দোকান চালাতেন, তাঁরাও ভয়ে চলে গিয়েছেন৷ দুষ্কৃতীরা দোকান থেকে জিনিস লুট করে নেয়৷ ৬৭ বছরের এক বৃদ্ধা জানান তিনি বাড়ির বাইরে বের হতে ভয় পান৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বিল্ডিং কোনটি জানেন? রয়েছে হাড়হিম করা গল্প
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement