Bangladesh: বাংলাদেশে ফের খুন সংখ্যালঘু যুবক! ভরা বাজারের উপরেই ব্যবসায়ীকে কোপ, ২৪ ঘণ্টায় মৃত ২
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bangladesh: বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যা৷ মণি চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ৷
ঢাকা: বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যা৷ মণি চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ৷ সূত্রের খবর, সোমবার রাতে ভরা বাজারের মাঝেই ধারালো অস্ত্র নিয়ে ওই দোকানদারের উপর হামলা করা হয়৷ ঢাকার নরসিংদি জেলার চিরসিন্দুর বাজারের ঘটেছে এই ঘটনা৷ গতকালই সংখ্যলঘু সাংবাদিককে হত্যার অভিযোগ ওঠে৷ গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় সংখ্যালঘু হত্যার খবর মিলল বাংলাদেশে৷
সূত্রের খবর, সোমবার রাত ১০ টা নাগাদ ব্যবসায়ী শরৎ চক্রবর্তী (মণি)-র উপর বেশ কয়েকজন মিলে হামলা করে বলেই অভিযোগ৷ ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয় বলেই জানা গিয়েছে৷
advertisement
advertisement
গতকালই এবার যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। সোমবার সন্ধ্যায় মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাপালিয়া বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা প্রতাপ। সেই সময় একটি মোটরবাইকে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি রানা প্রতাপের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহের পাশে তিনটি তাজা গুলি ও চারটি গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 10:57 AM IST








