রয়্যাল বিয়েতে ‘লেবু’র কেক ! লাস্ট মিনিটে প্রিন্স হ্যারি বদলে দিলেন মেনু

Last Updated:

সেজে উঠেছে দ্য কেনসিংটন প্যালেস ৷ প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কলের রাজকীয় বিয়ের দিকে তাকিয়ে গোটা দুনিয়া ৷ ১৯ মে-তে বসেছে প্রিন্স হ্যারির বিবাহ-বাসর ৷

#লন্ডন: সেজে উঠেছে দ্য কেনসিংটন প্যালেস ৷ প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কলের রাজকীয় বিয়ের দিকে তাকিয়ে গোটা দুনিয়া ৷ ১৯ মে-তে বসেছে প্রিন্স হ্যারির বিবাহ-বাসর ৷ গত বছরের নভেম্বর মাসে হ্যারি জানিয়েছিলেন তিনি বিয়ে করতে চলেছেন আমেরিকান অভিনেত্রী মেগান মার্কলকে ৷
প্রথম থেকেই এই বিয়ে নিয়ে দারুণ উত্তেজিত ছিলেন রাজকুমার হ্যারি ৷ রাজকীয় বিয়ের নানা রীতিতে নিজে হাতেই একটু রদবদল ঘটিয়ে ছিলেন হ্যারি ৷ এবার লাস্ট মিনিটে মেনু-তেও দীর্ঘদিনের চলে আসা রীতিকে ভাঙলেন প্রিন্স ৷
advertisement
advertisement
রানির পরিবারে এতদিন ধরে বিয়ের কেক হিসেবে ফ্রুট কেক-কেই প্রাধান্য দেওয়া হত ৷ তবে সেই নিয়মকে ভাঙলেন প্রিন্স ৷ ফ্রুট কেকের জায়গায় অর্ডার দিয়েছেন ‘লেমন এলডের ফ্লাওয়ার’ ৷ জানা গিয়েছে, বসন্তকে মাথায় রেখেই এই ধরনের কেক অর্ডার দিয়েছেন ৷
রক্ষণশীলতার খোলস ছেড়ে বেরিয়ে নয়া প্রেমিক যুগলের সম্পর্ককে রাজপরিবারের মান্যতা দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে নেটিজেনরা ৷ এর আগে রাজপরিবারে বিবাহ বিচ্ছিন্ন পাত্র অথবা বিবাহবিচ্ছিন্না পাত্রীকে মান্যতা দেওয়া হত না ৷ এই কারণে অষ্টম রাজা এডওয়ার্ড তাঁর সিংহাসনের দাবি ছাড়তে বাধ্য হয়েছিলেন ৷ অন্যদিকে, রাজপরিবারের আপত্তির কারণেই রানি এলিজাবেথের বোন মার্গারেটকে তাঁর সত্যিকারের ভালবাসাকে ত্যাগ করতে হয়েছিল ৷
advertisement
ফের এক রূপকথার বিয়ের সাক্ষী হতে চলেছে ব্রিটেন ৷ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী ও যুবরানী ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও মেগানের সম্পর্ক প্রায় গত এক বছর ধরেই সংবাদ শিরোনামে ৷
৩৩ বছর বয়সী প্রিন্স হ্যারি, রানি এলিজাবেথের নাতি, অন্যদিকে ৩৬ বছরের মার্কল জনপ্রিয় অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে বন্ধুদের মারফৎ পরিচয় হয়েছিল হ্যারি-মেগানের। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে লন্ডনে প্রাথমিকভাবে তাদের বাগদান পর্বটি অনুষ্ঠিত হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রয়্যাল বিয়েতে ‘লেবু’র কেক ! লাস্ট মিনিটে প্রিন্স হ্যারি বদলে দিলেন মেনু
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement