কেমন হবে রাজবধূর পোশাক ? কে করছেন ডিজাইন ? উত্তেজনা তুঙ্গে ব্রিটেনে

Last Updated:

কেমন হবে মেগানের পোশাক ? সাদা না অন্য কোনও রঙের ৷ সাটিনের হবে না লেসের ৷ ব্রিটেনেই তৈরি হবে নাকি বাইরের দেশ থেকে স্পেশ্যালি বানিয়ে আনা হবে ?

#লন্ডন: রাত পোহালেই সেই বহু প্রতিক্ষিত দিন ৷ সেজে উঠছে রাজবাড়ি, উত্তেজনায় ফুটছে গোটা ব্রিটেন ৷ প্রিন্স হ্যারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন মেগান মার্কেল ৷ বিয়েবাড়ির প্রতিটি খুঁটিনাটি নিয়েই কৌতূহল বাড়ছে উত্তরোত্তর ৷
কেমন হবে মেগানের পোশাক ? সাদা না অন্য কোনও রঙের ৷ সাটিনের হবে না লেসের ৷ ব্রিটেনেই তৈরি হবে নাকি বাইরের দেশ থেকে স্পেশ্যালি বানিয়ে আনা হবে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা দেশটার আনাচ-কানাচে ৷ কিন্তু রাজবাড়ির তরফে মুখে কুলুপ ৷ মেগানের পোশাক সংক্রান্ত প্রতিটি বিষয়ই রয়েছে চরম গোপনীতায় ঘেরা ৷
advertisement
advertisement
প্রথম থেকেই উৎসাহীদের আগ্রহ ছিল মার্কেলের ডিজাইনার কে হবেন তা নিয়ে ৷ একাধিক সম্ভাবনার কথা উঠে আসছিল ৷ বারবেরি, রাল্ফ অ্যান্ড রুশো, স্টিলা ম্যাককার্টনি, আর্ডেম, অ্যালেক্সেন্ডার ম্যাকক্যুইন, অ্যান্টোনিও বেরারডি, রোনাল্ড মরেট - এমনই একাধিক হেভি ওয়েট নাম রয়েছে তালিকায় ৷ এই দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন রাল্ফ অ্যান্ড রুশো ৷ কারণ মেগানের এনগেজমেন্টের পোশাকের দায়িত্বে ছিল এই ডিজাইনার ব্র্যান্ড ৷
advertisement
মার্কিন অভিনেত্রী মেগান কী আদেও ব্রিটেনের পোশাক পরবেন ? সেখানেও রয়েছে একটা বড় প্রশ্ন চিহ্ন ৷ অনেকেই বলছেন ব্রিটিশ ফ্যাশন ইন্ডাস্ট্রিকে টেক্কা দিতে হয়তো নিজের দেশের থেকে পোশাক আনতে পারেন রাজবধূ ৷
অন্যদিকে জল্পনা রয়েছে হ্যারির পোশাক নিয়েও ৷ প্রাক্তন সেনা অফিসার হয়ে হ্যারি কী সিভিলিয়ান স্যুটে থাকবেন, নাকি বেছে নেবেন নিজের ইউনিফর্ম ? নাকি এই দুয়ের মিশ্রণ ঘটাবেন ? জানা যায়নি সেই সিক্রেটও ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কেমন হবে রাজবধূর পোশাক ? কে করছেন ডিজাইন ? উত্তেজনা তুঙ্গে ব্রিটেনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement