#নয়াদিল্লি: এও সম্ভব! ইতালির এক বাসিন্দার একাধিক পরীক্ষার রিপোর্ট দেখে চোখ কপালে উঠল চিকিৎসকদের। সম্প্রতি ইতালির সেই বাসিন্দা গিয়েছিলেন স্পেন বেড়াতে। সেখান থেকে ফিরে তাঁর জ্বর, গলা ব্যথা, মাথা ধরার মতো উপসর্গ শুরু হয়। তার পরেই তাঁর শারীরিক পরীক্ষা শুরু করেন চিকিৎসকরা। সেই পরীক্ষার পর দেখা যায়, তিনি করোনা পজিটিভ। শুধু তাই নয়, তাঁর শরীরে বাসা বেঁধেছে মাঙ্কিপক্স ও এইচআইভি।
চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ জ্বর ও সর্দি-কাশি ও মাথা ধরার মতো সমস্যায় তিনি ভুগছিলেন স্পেন থেকে ফিরে। তিনি স্পেনে গিয়েছিলেন গত জুন মাসের ১৬ থেকে ২০ তারিখের মধ্যে, পাঁচ দিনের জন্য। সেখানে তিনি কোনওরকম সুরক্ষা ছাড়াই যৌনতায় লিপ্ত হন। ফিরে আসার পর তাঁর শরীর খারাপ হওয়া শুরু হয়। তার পরেই শারীরিক পরীক্ষা করে দেখা যায় তাঁর শরীরে এই তিনটি রোগ বাসা বেঁধেছে।
প্রাথমিক ভাবে বেড়িয়ে আসার পর ন’দিনের মাথায় তাঁর শরীরে প্রথম উপসর্গ দেখা দিতে শুরু করে। জুলাই মাসের ২ তারিখে তাঁর শারীরিক পরীক্ষা করে দেখা যায়, তিনি এইচআইভি পজিটিভ। তার দু-একদিনের মধ্যেই তিনি লক্ষ্য করেন, হাত, মুখ ও শরীরের কয়েকটি অংশে ছোট ছোট ফোলা ফোঁড়ার মতো উঠতে থাকে। তারপর জুলাই মাসের ৫ তারিখে তিনি হাসপাতালে যান, সেখানে তাঁর মাঙ্কিপক্সের পরীক্ষা করা হয়, তার রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুনঃ তড়িঘড়ি কলকাতা ছুটে এলেন সুবীরেশ, এসএসসি কাণ্ডে বড় রহস্যভেদের পথে সিবিআই
আরও পড়ুন: মাত্র ২২৫ টাকাতেই দীঘায় থাকার দারুণ সরকারি ব্যবস্থা! বুকিং অনলাইনে! জানুন বিশদে...
এর পরেই তাঁর এইচআইভি পরীক্ষাও করান চিকিৎসকরা, সেখানেও রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকরা বলেন, এই এইচআইভি সংক্রমণ সম্প্রতি হয়েছে, কারণ, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি এক বার পরীক্ষা করিয়েছিলেন, তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। জার্নাল অফ ইনফেকশন নামক পত্রিকায় এই ব্যক্তির নাম না করে পরিচয় উল্লেখ করে চিকিৎসকরা বলেন, ‘‘এই ঘটনা প্রমাণ করে কী করে কোভিড ও মাঙ্কিপক্সের উপসর্গ মিলে যেতে পারে। কোনও মানুষের যৌন অভ্যাসের সঙ্গেও এগুলি যে জড়িত এই ঘটনা তা প্রমাণ করে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Hiv, Monkeypox