SSC Scam|| তড়িঘড়ি কলকাতা ছুটে এলেন সুবীরেশ, এসএসসি কাণ্ডে বড় রহস্যভেদের পথে সিবিআই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Subiresh Bhattacharjee reached kolkata: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরেও বৃহস্পতিবার সিবিআইয়ের ১০-১২ সদস্যের টিম হানা দেয়। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
#কলকাতাঃ এসএসসি মামলায় একের পর এক তল্লাশি চলছে। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বিশ্ববিদ্যালয়ের কেবিন এবং তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই ও ইডি। সিল করে দেওয়া হয় তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িও। তারপরেই আজ বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি উত্তরবঙ্গ থেকে কলকাতায় ছুটে আসেন। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সুবীরেশ। বালিগঞ্জ প্লেসের বাড়িতে দাঁড়িয়ে দাবি সুবীরেশ ভট্টাচার্যের দাবি, তাঁর সময়ে নিয়োগ দুর্নীতি হয়নি। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত তিনি SSC-র চেয়ারম্যান ছিলেন। সেই সময়ে কনও নিয়োগ দুর্নীতি ঘটেনি। এ দিকে, বালিগঞ্জ প্লেসের পাশাপাশি তাঁর বাঁশদ্রোণীর বাড়ি বুধবার সিল করেছে সিবিআই।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরেও বৃহস্পতিবার সিবিআইয়ের ১০-১২ সদস্যের টিম হানা দেয়। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ কলকাতায় ফেরেন তিনি। সুবীরেশের দাবি, গতকালের দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিতে কিছুই পাননি সিবিআই কর্তারা। তাঁর দাবি, কোনও দুর্নীতি করেননি তিনি। তাঁর সময়ে এমন কনও ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নৃশংস ঘটনা তমলুকে, সম্পত্তির বিবাদে অ্যাসিড আক্রান্ত শিশুকন্যা
প্রসঙ্গত, টেট-দুর্নীতি মামলার জেরে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সরানোর নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। পরিবর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হয়ছে। পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিক মজুমদার, রঞ্জন চক্রবর্তীর মত বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আসা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 2:10 PM IST