Viral Video|| প্রবল ঝড়ে লন্ডভন্ড! ভয়াবহ বিপদে পড়লেন 'এই' ভদ্রলোক, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Shocking Viral Video: প্রবল ঝড়ের ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনও বিপদ। ঠিক কী হতে পারে তা বোঝা যাচ্ছে ভাইরাল হওয়া একটি ভিডিও-তেই।
#লন্ডন: ইউনাইটেড কিংডমের বিভিন্ন দেশে শুরু হয়েছে ঝড়ের প্রকোপ। এই ঝড়ের জন্য সেখানকার লোকেদের ঘর থেকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। সরকারি আবেদনের তোয়াক্কা না করেই কিছু মানুষ প্রবল ঝড়ের মধ্যে বাড়ির বাইরে বেরোচ্ছেন। কিন্তু প্রবল ঝড়ের ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনও বিপদ। ঠিক কী হতে পারে তা বোঝা যাচ্ছে ভাইরাল হওয়া একটি ভিডিও-তেই।
ইংল্যান্ডে ইউনাইস (Eunice) ঝড় বেশ আতঙ্কের সৃষ্টি করেছে। ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে ঝড়ের মধ্যেই এক ব্যক্তি ঘরের বাইরে বেরিয়ে পড়েছেন। এরপর তাঁর সঙ্গে ঘটে এমন এক ঘটনা, যা তাজ্জব করে দিয়েছে গোটা বিশ্বের মানুষকে।
আরও পড়ুন: বিয়ে করলেন ফারহান আখতার-শিবানী দান্ডেকর, বিয়ের পর নবদম্পতির প্রথম ছবি প্রকাশ্যে...
১৮ ফেব্রুয়ারি সাইমন বাইক্স নামের এক ব্যক্তি ঝড়ের মধ্যেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে যে, প্রবল ঝড় উপেক্ষা করে সাইমন বাইক্স একটি কার পার্কিং এলাকার সামনে ঘুরে বেড়াচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে, সাইমনের মাথার বাবরি চুল আর নেই। বরং গোটা মাথাটাই চকচক করে। প্রবল ঝোড়ো হাওয়ায় সাইমন বাইক্সের চুল উড়ি যায়। আসলে সাইমন বাইক্স উইগ পরে ছিলেন। প্রবল ঝড়ের হাওয়ায় তাঁর উইগ যায় উড়ে।
advertisement
advertisement
তবে থেমে থাকেননি ওই ব্যক্তি। হাজার হোক তাঁর সাধের চুল বলে কথা। উইগের পেছনে দৌড়তে শুরু করেন সাইমমন। যা দেখে সেখানে উপস্থিত সকলেই হাসতে শুরু করে। সিসিটিভি ফুটেজে পুরো ভিডিওটি ধরা পড়েছে।
আরও পড়ুন: বাংলায় শিল্পের বড়সড় সম্ভাবনা! 'হিন্দুস্তান কেবলস'- এর জমি নিয়ে আগ্রহ প্রকাশ রাজ্যের
ভিডিওটি মজার হলেও ইউনাইটেড কিংডম প্রবল ঝড়ের বিপর্যস্ত। ইউনাইস ঝড়ের জন্য সরকার সবাইকে নিজেদের ঘরের মধ্যে থাকার অনুরোধ করেছে। এই ঝড়ের জন্য অনেক ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানকার স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনাইস ঝড়ের প্রকোপে সেখানকার অবস্থা খুব খারাপ। সেখানে বিভিন্ন ধরনের অনলাইন ফুড ডেলিভারিও বন্ধ রাখা হয়েছে।
advertisement
লন্ডনে গত ৩০ বছরে এই প্রথম দেখা দিয়েছে এমন ধরনের ঝড়। এর আগে ১৯৮৭ সালে সেখানে দেখা দিয়েছিল দি গ্রেট নামের ঝড়। যা ইংল্যান্ডকে তছনছ করে দিয়েছিল। এ বার আবার ইংল্যান্ডে দেখা দিয়েছে এমন প্রবল গতির ঝড়। এর মধ্যেই ভাইরাল হয়েছে সাইমন বাইক্সের সেই ভিডিও। এমন মজার ভিডিও দেখে সকলেই বেশি করে তা শেয়ার করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2022 4:37 PM IST