Mummification of Shark: বাবার সামনে টেনে নিয়ে যায় ছেলেকে, লোহিত সাগরের সেই ভয়ঙ্কর নরখাদক হাঙরের মমি তৈরি হবে মিশরে

Last Updated:

Mummification of Shark: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পর্যটকভর্তি সৈকতে হাঙরের আক্রমণে নিহত হন ভ্লাদিমির৷ ইন্টারনেটে ভাইরাল হয় সেই মর্মান্তিক ভিডিও৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কয়েক হাজার বছর পিছিয়ে ফের মমির পথে হাঁটছে মিশর৷ এ বার মমি করা হবে নরঘাতক হাঙরের দেহ৷ মিশরের জাদুঘরের বিশেষজ্ঞরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন৷ প্রসঙ্গত কিছু দিন আগেই শিরোনামে এসেছিল জলচর হিংস্র প্রাণীটি৷ তার আক্রমণে লোহিত সাগরের তীরে হুরঘদা রিসর্টে প্রাণ হারান ভ্লাদিমির পোপোভ৷ ২৩ বছর বয়সি এই রুশ যুবক তাঁর বাবার সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পর্যটকভর্তি সৈকতে হাঙরের আক্রমণে নিহত হন ভ্লাদিমির৷ ইন্টারনেটে ভাইরাল হয় সেই মর্মান্তিক ভিডিও৷ সেখানে দেখা গিয়েছে, হাঙরের করালগ্রাসে ছটফট করছেন অসহায় তরুণ৷ শোনা গিয়েছে তাঁর আর্ত চিৎকার, ‘‘বাবা আমাকে বাঁচাও’’৷ দেখা যায়, হাত পা ছুড়তে থাকা ভ্লাদিমিরকে টেনে নিয়ে লোহিত সাগরের গভীরে চলে গেল ঘাতক হাঙরটি৷
পরে অবশ্য হাঙরটিকে ধরা সম্ভব হয়৷ সৈকতের পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের নির্মম আক্রমণে প্রাণ হারায় সামুদ্রিক প্রাণীটি৷ ভাইরাল হয়ে যায় সেই ভিডিও-ও৷ সমুদ্র সৈকতে পর্যটকদের আঘাতে শোচনীয় মৃত্যু হয় হিংস্র হাঙরের৷ প্রাণীটির পেট থেকে নিহত যুবকের দেহাংশ পাওয়া গিয়েছে৷ আরও কিছু দেহাংশ গভীর সমুদ্র থেকে উদ্ধার করেছেন মৎস্যজীবীরা৷
advertisement
advertisement
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এবং রেড সি রিজার্ভস-এর বিশেষজ্ঞরা মমি করার আগে গুরুত্বপূর্ণ এমবামিং প্রক্রিয়া শুরু করেছেন৷ সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে হাঙরের মমি সাজানো থাকবে সংস্থার মিউজিয়মে৷ হাঙরটি কেন হঠাৎ আক্রমণ করল, সেটাও খতিয়ে দেখতে চান বিশেষজ্ঞরা৷ আগের কোনও দুর্ঘটনায় প্রাণীটি আহত ছিল কিনা, পরীক্ষা করে দেখা হবে সেটিও৷
advertisement
নিহত যুবকের বাবা য়ুরি জানান তাঁরা ছুটি কাটাতে সৈকতে এসেছিলেন৷ এই রাশিয়ান নাগরিকের কথায় ‘‘২০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ঘটনাটি ঘটে যায়৷ ভ্লাদিমিরকে টেনে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়৷ নিরাপদ বলে পরিচিত এই সৈকতে এই ঘটনা ঘটতে পারে, আমরা ভাবতেও পারিনি৷ জাহাজ, বিলাসতরীতে সাজানো এই সৈকতে এর আগে কোনওদিন এরকম ঘটনা ঘটেনি৷’’ আক্ষেপ পুত্রহারা য়ুরির৷ তাঁর কথায় ‘‘বন্য সৈকতেই এই ধরনের ঘটনা ঘটে৷ এটা আমাদের দুর্ভাগ্য৷’’
advertisement
নিহত ভ্লাদিমিরের শেষকৃত্য রাশিয়াতেই সম্পন্ন করবেন য়ুরি৷ জন্মভূমিতেই নিয়ে যাবেন ছেলের অস্থি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mummification of Shark: বাবার সামনে টেনে নিয়ে যায় ছেলেকে, লোহিত সাগরের সেই ভয়ঙ্কর নরখাদক হাঙরের মমি তৈরি হবে মিশরে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement