Viral News: অন্তর্বাসের ভিতর লুকনো ৫২টি জ্যান্ত সাপ ও গিরগিটি! গ্রেফতার ১

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ও খবর ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে (Viral News)।

Viral News
Viral News
#ক্যালিফোর্নিয়া: ভয়ঙ্কর ঘটনা বললেও কম বলা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়েছে কত বেআইনি জিনিস। তবে এবার সীমান্তে যা ধরা পড়েছে তা দেখে চোখ কপালে উঠছে সকলের। জ্যান্ত একাধিক সরীসৃপ লুকনো রয়েছে পোশাকের ব্যাগের ভিতর, পোশাকের নীচে একাধিক ছোট ছোট কাপড়ের পুটুলিতে। সেখান থেকে উদ্ধার হয়েছে ৪৩টি শিং-যুক্ত গিরগিটি ও ৯টি সাপ। এবং সেগুলি প্রতিটি জীবিত (Viral News)। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ও খবর ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে (Viral News)।
আরও পড়ুন: 'কী করে ট্যাংরায় আগুন লাগল?', দমকলমন্ত্রীর কাছে খোঁজ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি অভিযুক্ত ব্যক্তি ম্যাক্সিকোর কাছে সান ইসিরদো সীমান্ত পার করতে গিয়েছিলেন। মার্কিন সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, একটি ট্রাক চালিয়ে সীমান্তে এসেছিলেন অভিযুক্ত। রাত ৩টে নাগাদ ঘটে এই ঘটনা। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের রক্ষীরা সন্দেহ হওয়ায় সেই ট্রাকের তল্লাশি নেন। সেখানেই উদ্ধার হয় একাধিক জ্যান্ত সরীসৃপ (Viral News)।
advertisement
উদ্ধার হওয়া গিরগিটি উদ্ধার হওয়া গিরগিটি
advertisement
এভাবে পুটুলি করে রাখা ছিল সরীসৃপগুলি। এভাবে পুটুলি করে রাখা ছিল সরীসৃপগুলি।
আরও পড়ুন: লাইফলাইনে 'ক্ষয়' রোগ! বিপদ এড়াতে নতুন চাকা পাচ্ছে কলকাতা মেট্রো
পুলিশ জানিয়েছে, ব্যক্তির পোশাকের ব্যাগের ভিতর, নিজের জ্যাকেটে, প্যান্টের পকেটে, অন্তর্বাসের ভিতরেও লুকিয়ে রেখেছিলেন জ্যান্ত শিংযুক্ত গিরগিটি ও সাপ। মোট ৫২ টি সরীসৃপ পাওয়া গিয়েছে অভিযুক্তের কাছ থেকে। তার মধ্যে ৪৩টি শিং-যুক্ত গিরগিটি ও ৯টি সাপ। এভাবে অন্য দেশ থেকে বেআইনি ভাবে এমন বিষাক্ত সরীসৃপ নিয়ে পাচার করতেই এসেছিল অভিযুক্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ৩০ বছরের ওই যুবককে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সমস্ত সরীসৃপকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: অন্তর্বাসের ভিতর লুকনো ৫২টি জ্যান্ত সাপ ও গিরগিটি! গ্রেফতার ১
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement