Tangra Fire Update: 'কী করে ট্যাংরায় আগুন লাগল?', দমকলমন্ত্রীর কাছে খোঁজ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একাধিক বার তিনি কথা বলেছেন দমকল মন্ত্রী সুজিত বোসের সঙ্গে (Tangra Fire Update)।
#কলকাতা: ট্যাংরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Tangra Fire Update)। একাধিক বার তিনি কথা বলেছেন দমকল মন্ত্রী সুজিত বোসের সঙ্গে (Tangra Fire Update)। কথা হয়েছে কলকাতা পুলিশ ও দমকলের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। সূত্রের খবর, কী করে আগুন লাগল, কী কী সমস্যা হয়েছে, এই সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েছেন তিনি (Tangra Fire Update)। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান কলকাতার সিপি বিনীত গোয়েল। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারাও।
শনিবার ট্যাংড়ায় মেহের আলি লেনে একটি গুদামে আগুন লাগে। স্থানীয়রা সেই গুদাম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টাও করেন। কিন্তু আগুনের তীব্রতা ছিল মারাত্মক। ফলে লাভ হয়নি। খবর যায় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ট্যাংড়ার ওই এলাকা এমনিতেই ঘিঞ্জি। আগুন ছড়িয়ে পড়ে সহজেই।
advertisement
আরও পড়ুন: লাইফলাইনে 'ক্ষয়' রোগ! বিপদ এড়াতে নতুন চাকা পাচ্ছে কলকাতা মেট্রো
চামড়ার সঙ্গে ওই এলাকায় রাসায়নিক ছিল বলে আশঙ্কা ছিল প্রথম থেকেই। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছে যান। আগুনের তীব্রতায় কারখানার পাঁচিল ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়। ওই এলাকায় ঘিঞ্জি ও রাস্তা সরু। তাই শুরুতেই দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়। ওই এলাকায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। ফলে এখনও আগুন নিয়ন্ত্রণে আনাটাই বড় চ্যালেঞ্জ দমকলের কর্মীদের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মনোকিনিতে শরীরী বিভঙ্গ, চিত্রাঙ্গদা সিংয়ের 'হট' ছবি মিস করবেন না...
দমকল আধিকারিকরা প্রাথমিক ভাবে জানান, সেখানকার দাহ্য পদার্থগুলি সম্পূর্ণ পুরে না যাওয়া অবধি নেভানো যাবে না পকেট ফায়ারগুলিতে। এর অন্যতম আরেকটি কারণ হল আগুনের উৎসমুখ অবধি পৌঁছচ্ছে না জল। ভাঙা টিনের শেডের নীচে রয়েছে আগুনের উৎস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2022 12:08 PM IST