Bangladesh Election 2024: ভোটারদেরই দেখা নেই, বাংলাদেশে অত্যন্ত কম ভোটদানের হার! শুরু গণনা

Last Updated:

এই পরিস্থিতিতে ভোটদানের হার কম হলে তাদের জয়ে জনমতের প্রকৃত প্রতিফলন হয়নি বলে বিরোধীরা যে প্রশ্ন তুলবে, তা ভালই জানেন আওয়ামি লিগের নেতারা৷

শেষ হল বাংলাদেশের নির্বাচন৷ ছবি- রয়টার্স
শেষ হল বাংলাদেশের নির্বাচন৷ ছবি- রয়টার্স
ঢাকা: ভোট বয়কট করেছিল প্রধান বিরোধী দল বিএনপি৷ ভোট ঘিরে অশান্তির আশঙ্কাও ছিল৷ সকাল থেকেই সেভাবে ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহও দেখা যায়নি৷ শেষ পর্যন্ত অবশ্য সেই আশঙ্কাই সত্যি হল৷ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোটই দিলেন না অধিকাংশ ভোটার৷ বাংলাদেশ নির্বাচনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা তিনটে পর্যন্ত মাত্র ২৬ শতাংশের কিছু ভোট পড়েছে বাংলাদেশে৷
বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটদানের সময় ছিল৷ ফলে ইতিমধ্যেই বাংলাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে৷ মোট ভোটার ছিল প্রায় ১২ কোটি৷ কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের পরিসংখ্যানই বলে দিচ্ছে, নির্বাচনে নিজেদের ভোটাধিকারই প্রয়োগ করলেন না বাংলাদেশের সিংহভাগ ভোটার৷ ভোটগ্রহণ পর্ব শেষে শুরু হয়েছে ভোট গণনা৷ বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শেখ হাসিনার পঞ্চম বার প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা৷
advertisement
advertisement
ভোটদানের হার সবথেকে কম ছিল রাজধানী ঢাকার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে৷ সেখানে সকালের দিকে প্রথম কয়েকঘণ্টায় কোথাও কোথাও মাত্র ২ থেকে ৩ শতাংশ ভোট পড়ে৷ কোথাও কোথাও প্রথম দু ঘণ্টায় একশো জন ভোটারেরও দেখা মেলেনি৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হার কিছুটা বাড়ে৷ ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলিতেও ভোটদানের হার যে খুব বেশি ছিল, এমন নয়৷ তার উপর নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন অশান্তির ঘটনার জেরেও ভোটদানের হার আরও কমেছে বলে মনে করা হচ্ছে৷
advertisement
ভোটদানের কম হার নিঃসন্দেহে শাসক দল আওয়ামি লিগের কাছে অস্বস্তিকর৷ কারণ ভোটে শেখ হাসিনার দলের জয় একরকম নিশ্চিত৷
বিএনপি সহ বেশ কয়েকটি বিরোধী দল ভোট বয়কট করেছে৷ এই পরিস্থিতিতে ভোটদানের হার কম হলে তাদের জয়ে জনমতের প্রকৃত প্রতিফলন হয়নি বলে বিরোধীরা যে প্রশ্ন তুলবে, তা ভালই জানেন আওয়ামি লিগের নেতারা৷ বাংলাদেশের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এমনিতে অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্র ফাঁকা থাকলেও বিদেশী পর্যবেক্ষক আসার ঠিক আগে ঢাকার একটি স্কুলে ভোটারদের লম্বা লাইন তৈরি হয়ে যায়৷ আবার পর্যবেক্ষক ফিরে যেতেই উধাও হয়ে যান সেই ভোটাররা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election 2024: ভোটারদেরই দেখা নেই, বাংলাদেশে অত্যন্ত কম ভোটদানের হার! শুরু গণনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement