Minakshi Mukherjee: 'ভুলে গেছি', নজরুলের কবিতা বলতে গিয়ে থমকালেন মীনাক্ষী! কী ঘটল ব্রিগেডে?

Last Updated:

ব্রিগেড সমাবেশে এ দিন দীর্ঘ বক্তব্য রাখেন মীনাক্ষী৷ বক্তব্যের আগা গোড়াই তৃণমূল, বিজেপি-র বিরুদ্ধে লড়াই, আন্দোলনের কথা শোনা গিয়েছে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদকের মুখে৷

ব্রিগেড সমাবেশে মীনাক্ষী মুখোপাধ্যায়৷
ব্রিগেড সমাবেশে মীনাক্ষী মুখোপাধ্যায়৷
কলকাতা: ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের মূল আকর্ষণই ছিল তাঁর বক্তব্য৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বামপন্থী কর্মী, সমর্থকদের হতাশ করেননি ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বাংলার পাশাপাশি হিন্দিতেও দীর্ঘ বক্ততায় দূর দূরান্ত থেকে আসা কর্মী, সমর্থকদের হাততালি কুড়িয়ে নিয়েছেন সিপিএমের যুবনেত্রী৷
তবে তাঁর রাজনীতির ধরন যে ভিন্ন, তার ছাপ হয়তো ব্রিগেডের সমাবেশেও ছোট্ট ঘটনায় রেখে গেলেন মীনাক্ষী৷ এ দিন নিজের বক্তব্যের শেষ দিকে কবি নজরুলের বিদ্রোহী কবিতার কয়েক লাইন বলতে গিয়ে ভুলে যান মীনাক্ষী৷ কোনওরকম অজুহাত বা অছিলার পথে না হেঁটে জনসমক্ষেই মীনাক্ষী স্বীকার করে নিলেন, তিনি কবিতার লাইন ভুলে গিয়েছেন৷
advertisement
মীনাক্ষীর ঠিক পরেই বক্তব্য রাখতে ওঠেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ বিষয়টি উল্লেখ করে সেলিম বলেন, ‘আমাদের মীনাক্ষী, নজরুলের কবিতা বলতে গিয়ে ভুলে গেল৷ উত্তেজনায় ভুল গিয়েছে, রণক্লান্ত তো৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন এ ভাবে ভুল স্বীকার করতে? নরেন্দ্র মোদি পারতেন এভাবে জনসমক্ষে ভুল স্বীকার করতে? কোনও দক্ষিণপন্থী, স্বৈরতন্ত্রী ভুল স্বীকার করে না৷ বামপন্থীরা ভুল স্বীকার করতে পারে৷ কোনও ভুজুং ভাজুং দিয়ে চলে না৷ বামপন্থা চোরকে চোর বলতে, দুর্নীতিকে দুর্নীতি ভয় পায়নি, কোনও দিন ভয় পায়না৷ ‘
advertisement
advertisement
ব্রিগেড সমাবেশে এ দিন দীর্ঘ বক্তব্য রাখেন মীনাক্ষী৷ বক্তব্যের আগা গোড়াই তৃণমূল, বিজেপি-র বিরুদ্ধে লড়াই, আন্দোলনের কথা শোনা গিয়েছে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদকের মুখে৷ বক্তব্যের শেষ দিকে সেই লড়াইয়ের কথা বলতে গিয়েই কবি নজরুলের বিদ্রোহী কবিতার কয়েকটি লাইন বলতে যান মীনাক্ষী৷ ‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত,’- এই দু লাইন বলার পর পরের লাইনটি ভুলে যান মীনাক্ষী৷ কিন্তু প্রসঙ্গ না বদলে বা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে যুবনেত্রী বলে ওঠেন, ‘ভুলে গেছি৷’
advertisement
তথ্য বলছে, মাত্র ২২ বছর বয়সে কবি নজরুল ১৫০ লাইনের বিদ্রোহী কবিতাটি রচনা করেন৷ ১৯২১ সালে রচিত বিদ্রোহী কবিতাটি ইতিমধ্যেই শতবর্ষ পেরিয়েছে৷
এ দিন আগাগোড়াই মীনাক্ষীর বক্ততার নিশানায় ছিল তৃণমূল এবং বিজেপি৷ বামেদের প্রত্যাবর্তনের বিষয়েও আত্মবিশ্বাসী শুনিয়েছে সিপিএমের যুবনেত্রীকে৷ তাঁর কথায়, ‘এটা টি টোয়েন্টি, টেস্ট নয়৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Minakshi Mukherjee: 'ভুলে গেছি', নজরুলের কবিতা বলতে গিয়ে থমকালেন মীনাক্ষী! কী ঘটল ব্রিগেডে?
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement