Minakshi Mukherjee: 'ভুলে গেছি', নজরুলের কবিতা বলতে গিয়ে থমকালেন মীনাক্ষী! কী ঘটল ব্রিগেডে?

Last Updated:

ব্রিগেড সমাবেশে এ দিন দীর্ঘ বক্তব্য রাখেন মীনাক্ষী৷ বক্তব্যের আগা গোড়াই তৃণমূল, বিজেপি-র বিরুদ্ধে লড়াই, আন্দোলনের কথা শোনা গিয়েছে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদকের মুখে৷

ব্রিগেড সমাবেশে মীনাক্ষী মুখোপাধ্যায়৷
ব্রিগেড সমাবেশে মীনাক্ষী মুখোপাধ্যায়৷
কলকাতা: ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের মূল আকর্ষণই ছিল তাঁর বক্তব্য৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বামপন্থী কর্মী, সমর্থকদের হতাশ করেননি ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বাংলার পাশাপাশি হিন্দিতেও দীর্ঘ বক্ততায় দূর দূরান্ত থেকে আসা কর্মী, সমর্থকদের হাততালি কুড়িয়ে নিয়েছেন সিপিএমের যুবনেত্রী৷
তবে তাঁর রাজনীতির ধরন যে ভিন্ন, তার ছাপ হয়তো ব্রিগেডের সমাবেশেও ছোট্ট ঘটনায় রেখে গেলেন মীনাক্ষী৷ এ দিন নিজের বক্তব্যের শেষ দিকে কবি নজরুলের বিদ্রোহী কবিতার কয়েক লাইন বলতে গিয়ে ভুলে যান মীনাক্ষী৷ কোনওরকম অজুহাত বা অছিলার পথে না হেঁটে জনসমক্ষেই মীনাক্ষী স্বীকার করে নিলেন, তিনি কবিতার লাইন ভুলে গিয়েছেন৷
advertisement
মীনাক্ষীর ঠিক পরেই বক্তব্য রাখতে ওঠেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ বিষয়টি উল্লেখ করে সেলিম বলেন, ‘আমাদের মীনাক্ষী, নজরুলের কবিতা বলতে গিয়ে ভুলে গেল৷ উত্তেজনায় ভুল গিয়েছে, রণক্লান্ত তো৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন এ ভাবে ভুল স্বীকার করতে? নরেন্দ্র মোদি পারতেন এভাবে জনসমক্ষে ভুল স্বীকার করতে? কোনও দক্ষিণপন্থী, স্বৈরতন্ত্রী ভুল স্বীকার করে না৷ বামপন্থীরা ভুল স্বীকার করতে পারে৷ কোনও ভুজুং ভাজুং দিয়ে চলে না৷ বামপন্থা চোরকে চোর বলতে, দুর্নীতিকে দুর্নীতি ভয় পায়নি, কোনও দিন ভয় পায়না৷ ‘
advertisement
advertisement
ব্রিগেড সমাবেশে এ দিন দীর্ঘ বক্তব্য রাখেন মীনাক্ষী৷ বক্তব্যের আগা গোড়াই তৃণমূল, বিজেপি-র বিরুদ্ধে লড়াই, আন্দোলনের কথা শোনা গিয়েছে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদকের মুখে৷ বক্তব্যের শেষ দিকে সেই লড়াইয়ের কথা বলতে গিয়েই কবি নজরুলের বিদ্রোহী কবিতার কয়েকটি লাইন বলতে যান মীনাক্ষী৷ ‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত,’- এই দু লাইন বলার পর পরের লাইনটি ভুলে যান মীনাক্ষী৷ কিন্তু প্রসঙ্গ না বদলে বা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে যুবনেত্রী বলে ওঠেন, ‘ভুলে গেছি৷’
advertisement
তথ্য বলছে, মাত্র ২২ বছর বয়সে কবি নজরুল ১৫০ লাইনের বিদ্রোহী কবিতাটি রচনা করেন৷ ১৯২১ সালে রচিত বিদ্রোহী কবিতাটি ইতিমধ্যেই শতবর্ষ পেরিয়েছে৷
এ দিন আগাগোড়াই মীনাক্ষীর বক্ততার নিশানায় ছিল তৃণমূল এবং বিজেপি৷ বামেদের প্রত্যাবর্তনের বিষয়েও আত্মবিশ্বাসী শুনিয়েছে সিপিএমের যুবনেত্রীকে৷ তাঁর কথায়, ‘এটা টি টোয়েন্টি, টেস্ট নয়৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Minakshi Mukherjee: 'ভুলে গেছি', নজরুলের কবিতা বলতে গিয়ে থমকালেন মীনাক্ষী! কী ঘটল ব্রিগেডে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement