পর্তুগালের লিসবনে ভয়াবহ দুর্ঘটনা ! ঐতিহাসিক কেবল রেলগাড়ি লাইনচ্যুত হয়ে মৃত ১৫

Last Updated:

লাইনচ্যুত হয়ে উল্টে গেল ঐতিহ্যবাহী Elevador da Gloria। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ পর্তুগালের রাজধানী লিসবনের এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। জখম ১৮ জন।

পর্তুগালের লিসবনে ভয়াবহ দুর্ঘটনা ! (Photo: AP)
পর্তুগালের লিসবনে ভয়াবহ দুর্ঘটনা ! (Photo: AP)
লিসবন: পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ দুর্ঘটনা ! পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ লিসবনের কেবল রেলগাড়ি দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন বলে সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানী লিসবনে বুধবার ৩ সেপ্টেম্বর ওই গাড়িটি লাইনচ্যুত হয়।
লিসবনের ঐতিহাসিক ওই তারযুক্ত রেলগাড়ি, যা ‘গ্লোরিয়া ফিউনিকুলার’ নামে পরিচিত, শহরের অন্যতম ঐতিহ্য এবং পর্যটকদের জনপ্রিয় আকর্ষণ। রাস্তার খাড়া ঢাল বেয়ে নামার সময়ে আচমকাই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে উল্টে যায় ঐতিহ্যবাহী Elevador da Gloria (Glória Funicular)। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রামটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে দ্রুত নেমে আসছিল। কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়ে পাশের একটি বহুতল আবাসনে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার পরে প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে, ট্রামটি দুমড়ে-মুচড়ে একপাশে কাত হয়ে পড়ে রয়েছে।
Firefighters carrying the body of a person on a stretcher at the site of a derailed electric streetcar in Lisbon, Portugal, Wednesday, Sept. 3, 2025. (AP Photo/Armando Franca)
advertisement

View this post on Instagram

A post shared by CNN (@cnn)

advertisement
দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, দুই ঘণ্টার মধ্যে মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জন বিদেশি পর্যটক এবং এক শিশুও রয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
বাংলা খবর/ খবর/বিদেশ/
পর্তুগালের লিসবনে ভয়াবহ দুর্ঘটনা ! ঐতিহাসিক কেবল রেলগাড়ি লাইনচ্যুত হয়ে মৃত ১৫
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement