Layoffs 2025: বেসরকারী সংস্থার জগতে খারাপ খবর! বিশাল কর্মী ছাটাই করতে চলেছে বিখ্যাত এই সংস্থা...

Last Updated:

Layoffs 2025: ফিল্ম ও টিভি ইউনিটে খরচ কমাতে ডিজনি শত শত কর্মী ছাঁটাই করেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে আয় বাড়লেও সংস্থার অভ্যন্তরীণ রূপান্তর চলছে। বব আইগার জানালেন, ডিজনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী...

বেসরকারী সংস্থার জগতে খারাপ খবর! বিশাল কর্মী ছাটাই করতে চলেছে বিখ্যাত এই সংস্থা...প্রতীকী ছবি
বেসরকারী সংস্থার জগতে খারাপ খবর! বিশাল কর্মী ছাটাই করতে চলেছে বিখ্যাত এই সংস্থা...প্রতীকী ছবি
বারবাঙ্ক: ওয়াল্ট ডিজনি কোম্পানি ফের ছাঁটাইয়ের পথে হাঁটল। খরচ কমাতে এই পদক্ষেপ নিয়েছে সংস্থা—এমনটাই নিশ্চিত করেছে CBS নিউজ। এক বিবৃতিতে ডিজনির মুখপাত্র জানিয়েছেন, “আমাদের ইন্ডাস্ট্রি দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমাদের ব্যবসাও আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করার পাশাপাশি গ্রাহকদের পছন্দ ও প্রত্যাশা অনুযায়ী সৃজনশীলতা ও উদ্ভাবন বজায় রাখার চেষ্টা চলছে।”
এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থা সোমবার জানিয়েছে, কিছু পদে ছাঁটাই হচ্ছে। তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, তা সঠিকভাবে জানায়নি তারা। সংস্থা জানিয়েছে, এই ছাঁটাইয়ের প্রভাব পড়বে তাদের বিভিন্ন ইউনিটে—যেমন ফিল্ম ও টেলিভিশন মার্কেটিং, টিভি প্রচার, কাস্টিং ও ডেভেলপমেন্ট এবং কর্পোরেট ফাইনান্সিয়াল অপারেশনে।
advertisement
advertisement
ডিজনির মুখপাত্র আরও জানান, “আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিষয়টি পরিচালনা করছি, যাতে যতটা সম্ভব কম কর্মী ক্ষতিগ্রস্ত হন।”
এর আগে মার্চ মাসেও ডিজনি ABC এবং অন্যান্য এন্টারটেইনমেন্ট টিভি নেটওয়ার্কে ২০০ কর্মী ছাঁটাই করেছিল। এরও আগে এপ্রিল ২০২৩ সালে ডিজনি ৭,০০০ কর্মী ছাঁটাই করেছিল, তখন সংস্থার CEO বব আইগার বলেছিলেন, ডিজনি একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।
advertisement
ESPN, ABC এন্টারটেইনমেন্ট, ABC নিউজ, মার্ভেল, ডিজনি+ ও হুলুর মতো বড় সংস্থাগুলি রয়েছে ডিজনির অধীনে।
Q2 তে ডিজনির রেভিনিউ ছিল ২৩.৬ বিলিয়ন ডলার—গত বছরের একই সময়ের তুলনায় ৭% বেশি। তবুও স্টক সোমবার ০.৪% কমে যায় ছাঁটাই ঘোষণার পরে।
advertisement
বব আইগার বলেন, “পুরো পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা আগামী দিনের দিকনির্দেশ নিয়ে আশাবাদী।”
বাংলা খবর/ খবর/বিদেশ/
Layoffs 2025: বেসরকারী সংস্থার জগতে খারাপ খবর! বিশাল কর্মী ছাটাই করতে চলেছে বিখ্যাত এই সংস্থা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement