কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন রানি, সেই টি ব্যাগ অনলাইনে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
রানি ৯০-এর দশকের কোনও এক সময়ে সেই টি ব্যাগটি কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন। ব্যবহারের পরে সেই টি ব্যাগটি উইন্ডসোর দুর্গ থেকে পাচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
#স্কটল্যান্ড: ৯৬ বছরের রানি এলিজাবেথ ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল৷ রানির সম্পত্তির পরিমাণ নিয়ে জোর চর্চা চলছে তাঁর মৃত্যুর পর থেকেই। শুধু তা-ই নয়, রাজপরিবারের কে কে কোন সম্পত্তির অধিকারী হবেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই সারা পৃথিবীতে।
বহু মানুষ রানিকে সম্মান জানানোরর জন্য ব্রিটিশ শাসকের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস নিলাম করার চেষ্টা করছেন। এমনই সময়ে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এল। রানির মৃত্যুর পরে তাঁর ব্যবহার করা একটি টি ব্যাগ অনলাইন বিক্রিবাট্টার তালিকায় চলে এসেছে। কেবল তা-ই নয়, ব্যবহৃত সেই টি ব্যাগটি যা মূল্য নির্ধারণ করা হয়েছে, তা শুনলে চোখ কপালে উঠবে।
advertisement
advertisement
রানি ৯০-এর দশকের কোনও এক সময়ে সেই টি ব্যাগটি কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন। ব্যবহারের পরে সেই টি ব্যাগটি উইন্ডসোর দুর্গ থেকে পাচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এখন সেই টি ব্যাগটি ১২ হাজার ডলার দিয়ে অনলাইনে বিক্রি হচ্ছে। ভারতীয় হিসেবে যা প্রায় ৯.৫ লক্ষ টাকা৷
advertisement
Teabag 'used' by Queen Elizabeth selling for $12K on eBay after death pic.twitter.com/ulxUBwggW4
— SAY CHEESE! 👄🧀 (@SaycheeseDGTL) September 9, 2022
যাঁরা প্রশ্ন করছেন, এই টি ব্যাগটি আদৌ রানির ব্যবহার করা কিনা, তাঁদের জন্য ডেকাতুর জর্জিয়ার বাসিন্দার বিক্রেতা একটি শংসাপত্র আপলোড করে দিয়েছেন। সার্টিফিকেট ইনস্টিটিউট অফ এক্সিলেন্স (IECA) দ্বারা জারি করা হয়েছে সেটি। শংসাপত্রে বলা হয়েছে, IECA 'নিম্নলিখিত বিবৃতিগুলি সম্পূর্ণ সত্য বলে চিহ্নিত করেছে।'
Location :
First Published :
September 11, 2022 1:21 PM IST