২০২১-এর ট্যুইটে রানির মৃত্যুর তারিখ উল্লেখ! জোর চর্চা ভুডু 'ভবিষ্যদ্বাণী' নিয়ে

Last Updated:

রানির মৃত্যুর এক বছর আগে ট্যুইটারে ফ্রেঞ্চ ভাষায় এই পোস্টটি করেন এক স্ব-ঘোষিত ভুডু চর্চাকারী। সেই ট্যুইট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে।

#স্কটল্যান্ড: ২০২২ সাল, ৮ সেপ্টেম্বর। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
২০২১ সাল, ২৪ অগাস্ট। ট্যুইটারে পোস্ট করা হয়, 'ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যু বরণ করবেন ৮ সেপ্টেম্বর'।
রানির মৃত্যুর এক বছর আগে ট্যুইটারে ফ্রেঞ্চ ভাষায় এই পোস্টটি করেন এক স্ব-ঘোষিত ভুডু চর্চাকারী। সেই ট্যুইট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। এমন 'ভবিষ্যদ্বাণী' (ব্যক্তির দাবি অনুযায়ী) কী ভাবে মিলে গেল, তা নিয়ে শোরগোল পড়েছে। যদিও ট্যুইটটি ভাল করে পড়লে দেখা যাবে, সেখানে কোনও সালের উল্লেখ ছিল না। ২০২১ সালের কথাও বলে থাকতে পারেন সেই ব্যক্তি। কিন্তু একই তারিখে মৃত্যুবরণ করলেন ব্রিটেনের রানি।
advertisement
advertisement
ভুডু চর্চাকারী সেই ট্যুইটেই লিখেছিলেন, 'এখনও যদি ভুডুতে বিশ্বাস না করেন, কিছু করার নেই।' তার পর রানির মৃত্যুর পরের দিন ৯ সেপ্টেম্বর আরও একটি ট্যুইট করে লেখেন, 'আমরাা কোনও পদক্ষেপ করতে পারি না বা প্রভাবিত করতে পারি না। কেবল ভবিষ্যদ্বাণী করি। কিছু ঘটনার কথা আগে থেকেই জেনে যাই। অল্পবিস্তর এ দিক ও দিক হয়। যেমন আমি মৃত্যুর সময় এবং কারণ বলতে পারিনি।'
advertisement
advertisement
নেটিজেনরা ইতিমধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তি খুঁজে বের করেছেন ট্যুইটটি ঘিরে। কারও বক্তব্য, এ রকম বিভিন্ন তারিখ দিয়ে ট্যুইট করা হয়েছিল, কিন্তু সেগুলি ট্যুইটারের বিশেষ ফিচার 'পাবলিক' করা হয়নি বলে কেউ দেখতে পায়নি। নিশ্চয়ই রানির মৃত্যুর পর কেবল ৮ তারিখের ট্যুইটটিকেই 'পাবলিক' করা হয়েছে। অনেকের দাবি, নিশ্চয়ই বাকি পোস্টগুলি মুছে ফেলা হয়েছে মানুষকে প্রতারিত করার জন্য। কেউ কেউ মনে করালেন, এর আগে এ রকমই ট্যুইট করা হয়েছিল বিভিন্ন ফুটবল খেলার ফলাফল নিয়েও। কারও বক্তব্য, অনেকগুলি অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যক্তির। প্রত্যেকটি থেকে একটি করে ট্যুইট করা হয়েছে। ঘটনার পর নির্দিষ্ট একটি পোস্টটিকেই সকলের সামনে আনা হয়েছে।
advertisement
৯৬ বছরের রানি এলিজাবেথ ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল৷ গত বছর অক্টোবর মাস থেকে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন নিয়মিত৷ তাঁরা দাঁড়াতে কষ্ট হচ্ছে পাশাপাশি চলতেও পারছেন না৷
advertisement
বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল, শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর৷ চার সন্তানকে ডেকে পাঠানো হয়৷ তাঁরা সকলেই দ্রুত এসে উপস্থিত হন৷ ভারতীয় সময় ১১টার পর ঘোষণা করা হয়, প্রয়াত হয়েছেন রানি এলিজাবেথ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
২০২১-এর ট্যুইটে রানির মৃত্যুর তারিখ উল্লেখ! জোর চর্চা ভুডু 'ভবিষ্যদ্বাণী' নিয়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement