হোম /খবর /বিদেশ /
রানি এলিজাবেথের শেষশয্যায় রাজপরিবারের বাকিরা থাকলেও যাননি উইলিয়ামের স্ত্রী কেট

রানি এলিজাবেথের শেষশয্যায় রাজপরিবারের বাকিরা থাকলেও যাননি উইলিয়ামের স্ত্রী কেট, জানুন কারণ

গত শনিবারই উইন্ডসর প্রাসাদে চার শয়নকক্ষের এডিলেড কটেজে এসেছেন উইলিয়াম ও কেট

গত শনিবারই উইন্ডসর প্রাসাদে চার শয়নকক্ষের এডিলেড কটেজে এসেছেন উইলিয়াম ও কেট

Queen Elizabeth dies: ডাচেজ অব কেম্ব্রিজ কেট থেকে গিয়েছিলেন এডিলেড কটেজে

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি : রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থার অবনতির খবর পেতেই তাঁর পরিবারের সদস্যরা একে একে হাজির হয়েছিলেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৷ কিন্তু তাঁর শেষশয্যায় থাকতে পারেননি উইলিয়ামের স্ত্রী কেট ৷ ৭০ বছরের রাজত্ব শেষ করে ৯৬ বছর বয়সি সম্রাজ্ঞী প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার ৷ প্রিন্স উইলিয়াম, চার্লস এবং ক্যামিলা উড়ে গিয়েছিলেন স্কটল্যান্ডে ৷ গিয়েছিলেন রানির অন্যান্য সন্তান ও তাঁদের পরিবারও ৷ কিন্তু ডাচেজ অব কেম্ব্রিজ কেট থেকে গিয়েছিলেন এডিলেড কটেজে ৷ তাঁকে দেখা গিয়েছে উইন্ডসর ক্যাসেল থেকে সন্তানদের আনতে তাদের স্কুলে যেতে ৷

কেনসিংটন প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ডাচেজ অব কেম্ব্রিজ উইন্ডসরেই থেকে গিয়েছেন কারণ প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইসের প্রথম বার তাদর নতুন স্কুলে যাওয়ার কথা ছিল ৷ প্রসঙ্গত বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ল্যাম্ব্রুক স্কুলে প্রথম বার গিয়েছিল তিন রাজশিশু, প্রিন্স জর্জ, প্রিন্স শার্লট এবং প্রিন্স লুইস ৷ তার আগের দিন সন্তানদের নিয়ে স্কুলে গিয়েছিলেন উইলিয়াম ও কেট ৷ সেই দিনটা ছিল ‘সেটলিং-ইন-ডে’ ৷ প্রধানশিক্ষক জোনাথন পেরির সঙ্গে তাঁদের হাসিমুখে ছবিও প্রকাশিত হয়েছে ৷

গত শনিবারই উইন্ডসর প্রাসাদে চার শয়নকক্ষের এডিলেড কটেজে এসেছেন উইলিয়াম ও কেট ৷ কারণ এখান থেকে তাঁদের সন্তানদের নতুন স্কুল খুবই কাছে ৷ দূরত্ব মাত্র ২০ মিনিটের ৷ এই প্রথম বার তিন ভাইবোন একসঙ্গে একই স্কুলে যাবে ৷

আরও পড়ুন : Queen Elizabeth II-র প্রয়াণ, কিং চার্লসের জন্য এবার বদলে যাবে জাতীয় সঙ্গীতও

বৃহস্পতিবার রানির শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করতেই রাজপরিবারের সদস্যরা একে একে বালমোরাল প্রাসাদে উপস্থিত হন ৷ স্ত্রী মেগানকে রেখে প্রিন্স হ্যারি একাই যান ঠাকুমার শেষশয্যায় তাঁর পাশে থাকতে ৷ ডিউক ও ডাচেজ অব সাসেক্সের লন্ডনে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ৷ সেই পরিকল্পনা তাঁরা বাতিল করেন ৷

আরও পড়ুন : সবচেয়ে বড় প্রশ্ন কে উত্তরাধিকার পাবেন কোহিনুরের

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এ বার ব্রিটিশ রাজ সিংহাসনে বসছেন চার্লস ৷ উইলিয়াম ও কেট পাবেন যথাক্রমে প্রিন্স অব ওয়েলস এবং প্রিন্সেস অব ওয়েলস উপাধি ৷ রানির প্রয়াণের আগে পর্যন্ত তাঁরা ছিলেন ডিউক এবং ডাচেজ অব কেম্ব্রিজ ৷ এত দিন প্রিন্স অব ওয়েলস ছিলেন এলিজাবেথপুত্র চার্লস ৷ তবে তাঁর দ্বিতীয় স্ত্রী ক্যামিলা ‘প্রিন্সেস অব ওয়েলস’ পরিচয় ব্যবহার থেকে বিরত ছিলেন লেডি ডায়ানার প্রতি শ্রদ্ধাবশত ৷ তাই লেডি ডায়ানার পর ব্রিটেনবাসী আবার প্রিন্সেস অব ওয়েলস-কে পাবেন কেটের মধ্যে ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Kate Middleton, Queen Elizabeth, Queen Elizabeth || Passes Away