Japan PM attack: সভাস্থলে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা!

Last Updated:

গত বছর জুলাই মাসে বক্তৃতা দেওয়ার সময় প্রকাশ্যেই গুলি করে খুন করা হয় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবেকে৷

রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷
রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷
টোকিও: ফের জাপানের প্রধানমন্ত্রীর উপরে হামলা৷ এ দিন জাপানের ওয়াকায়ামা বন্দরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷ তখনই সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়৷ যদিও এ যাত্রায় অক্ষতই রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ৷
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে বক্তৃতা দেওয়ার সময় প্রকাশ্যেই গুলি করে খুন করা হয় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবেকে৷ এই ঘটনার পরই দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কয়েক গুন বাড়িয়েছে জাপান৷
advertisement
advertisement
জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী কিশিদার উপস্থিতিতেই ওয়াকায়ামা বন্দরের অনুষ্ঠানস্থলে একটি স্মোক বম্ব বিস্ফোরণ ঘটে৷ যদিও ঘটনায় কেউ হতাহত হননি৷ ঘটনার পরই এক সন্দেহভাজনকে আটক করেন পুলিশকর্মীরা৷ যদিও ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি স্থানীয় পুলিশ৷
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ওয়াকায়ামা বন্দরে ভালই ভিড় জমেছিল৷ আচমকাই সেখানে বিস্ফোরণের জোরাল শব্দ হয়৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছোটাছুটি শুরু করে জনতা৷ নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী কিশিদাকে৷ তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Japan PM attack: সভাস্থলে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement