Selfie Fine: সাবধান! জারি নিজস্বী নিষেধাজ্ঞা! এই শহরে সেলফি তুললেই জরিমানা দিতে হচ্ছে প্রায় ২৫ হাজার টাকা

Last Updated:

Selfie Fine:পর্যটকদের আকর্ষণের প্রথম সারিতে থাকা এই শহরে শুরু হয়েছে নো ওয়েটিং জোন। অর্থা‍ৎ সেখানে কোনওভাবেই পর্যটকরা নিজস্বী তুলতে পারবেন না

ইতালিয়ান রিভিয়েরার অংশ এই মনোরম শহরে জারি হয়েছে নতুন নিয়ম
ইতালিয়ান রিভিয়েরার অংশ এই মনোরম শহরে জারি হয়েছে নতুন নিয়ম
পোর্তোফিনো : ছুটিতে বেড়াতে গিয়ে সেলফি বা নিজস্বী তুলতে এখন কে না ভালবাসে! কিন্তু পর্যটকদের সেই আনন্দবিলাসে এ বার বাধ সাধতে চলেছে ইতালির এক শহর, পোর্তোফিনো। ইতালিয়ান রিভিয়েরার অংশ এই মনোরম শহরে জারি হয়েছে নতুন নিয়ম। পর্যটকদের আকর্ষণের প্রথম সারিতে থাকা এই শহরে শুরু হয়েছে নো ওয়েটিং জোন। অর্থা‍ৎ সেখানে কোনওভাবেই পর্যটকরা নিজস্বী তুলতে পারবেন না৷ যদি সেলফি তোলার সময় কোনও পর্যটক ধরা পড়ে যান, তাহলে তাঁকে ২৭৫ ইউরো বা ভারতীয় মুদ্রায় ২৪ হাজার ৭৭৭ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে৷
কিন্তু কেন এই নিয়ম? জানানো হয়েছে, পর্যটকদের নিজস্ব নেওয়ার ঠেলায় সমস্যায় পড়েন শহরের বাসিন্দারা দিনের ব্যস্ত সময়ে রাজপথে বা শহরের অন্য অংশে হাঁটাচলা কাজকর্মে খুবই দেরি হয়ে যায়৷ তাই নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নিজস্বীতে কোপ পড়ল৷
advertisement
পোর্তোফিনোর মেয়র মাত্তেয়ো ভায়াকাভা জানিয়েছেন রাস্তায় যত্রতত্র সেলফি নেওয়ার ফলে তৈরি হচ্ছিল যানজট৷ এর জন্য দায়ী পর্যটকরাই৷ সকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বহাল থাকবে সেলফি-জরিমানা৷ ফোর্বস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই শহরের অন্যতম মনোরম দুই অংশেও জারি নিজস্বী নিষেধাজ্ঞা৷ কিছু দিন আগেই গিয়েছে গুড ফ্রাইডে এবং ইস্টার উপলক্ষে লম্বা উইকএন্ড৷ পর্যটকদের ভিড়ের চাপে বন্ধ হতে বসেছিল শহরের স্বাভাবিক কাজকর্ম৷ তার পরই জারি করা হয়েছে এই নিষেধ৷ আপাতত বলা হয়েছে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে অক্টোবর পর্যন্ত৷
advertisement
তবে পোর্তোফিনোই প্রথম পর্যটনক্ষেত্র নয় যেখানে নিজস্বী নিষেধাজ্ঞা জারি করা হল৷ এর আগে ইতিমধ্যেই আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের একাধিক ট্যুরিস্ট স্পটে এই নিয়ম চালু করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Selfie Fine: সাবধান! জারি নিজস্বী নিষেধাজ্ঞা! এই শহরে সেলফি তুললেই জরিমানা দিতে হচ্ছে প্রায় ২৫ হাজার টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement