Narendra Modi meets Naftali Bennett: 'আমার দলে যোগ দিন!' বিদেশে প্রস্তাব পেলেন নরেন্দ্র মোদি, কে দিলেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত জুন মাসে বেঞ্জামিন নেতানেয়াহুকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন বেনেট৷ তার পর এই প্রথম বার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল (Narendra Modi meets Naftali Bennett)৷
#গ্লাসগো: ইজরায়েলে তিনি দারুণ জনপ্রিয়৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর রাজনৈতিক দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (Narendra Modi meets Naftali Bennett)৷ গ্লাসগোয় জলবায়ু শীর্ষ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে হাল্কা মেজাজে এই প্রস্তাব দেন ইজরায়েলি প্রধানমন্ত্রী৷
দুই নেতার কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে৷ সেখানেই ইজারায়েলের (India Israel Relationship) প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, 'আপনি ইজরায়েলের সবথেকে জনপ্রিয় মানুষ৷ আমার দলে এসে যোগ দিন৷' ইজারায়েলি প্রধানমন্ত্রীর এই বার্তা শুনেই হাসিতে ফেটে পড়েন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
advertisement
advertisement
গত জুন মাসে বেঞ্জামিন নেতানেয়াহুকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন বেনেট৷ তার পর এই প্রথম বার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল৷
এ দিনের বৈঠকে দুই নেতাই ভারত- ইজরায়েল পারস্পরিক সম্পর্ক এবং উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির উপরে জোর দেন৷ সোমবারও জলবায়ু শীর্ষ সম্মেলন চলাকালীন মোদি ও বেনেটের মধ্যে অল্প কথা হয়৷ সেই আলোচনার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ভারতীয়রা ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে খুবই মূল্যবান বলে মনে করে৷
advertisement
Israel's PM Bennett to @narendramodi: You are the most popular man in Israel. Come and join my party pic.twitter.com/0VH4jWF9dK
— Amichai Stein (@AmichaiStein1) November 2, 2021
প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, 'ইজরায়েলের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় হল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নাফতালি বেনেটের মধ্যে গ্লাসগোয় ফলপ্রসূ বৈঠক হয়েছে৷ দুই দেশের নাগরিকদের স্বার্থে কীভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায়, দুই নেতাই সে বিষয়ে আলোচনা করেছেন৷'
advertisement
আগামী বছরই ভারত এবং ইজরায়েলের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তিরিশ বছরে পা দেবে৷ এই উপলক্ষে বেনেটকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ ইজরায়েলের প্রধানমন্ত্রীও জানান, ভারত এবং ইজরায়েলের মধ্যে সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতে নয়, অন্তর থেকে স্থাপিত৷ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আর্জি জানান বেনেট৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 10:30 PM IST